নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

করোনা যখন ভিলেন

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:০১


কতদিন তোমার চোখে চোখ রেখে কথা হয়নি প্রিয়তমা।
হয়নি একটা বাদাম ভেঙে দুজনে ভাগ করে খাওয়া।
কিম্বা দুজনে একটা আইসক্রীম চেটেপুটে চেখে দেখা!
এখন শুধু মাঝে মাঝে,
ছাদে উঠে,
বাইনোকুলার চোখে দিয়ে তোমায় দেখা।
কথা যা হয় সব ইথারে।
এ কেমন বিরহ এনে দিলো করোনা।


অজানা ভয়ে,
তোমার আমার মাঝে রচিত হলো যোজন যোজন দূরত্ব।
এতো কাছে তবু কাছে নাই ,
মাঝে মাঝে দেখি তবু তোমাকে না পাই।
অসহ্য!

আমাদের প্রেমে তো কোন ভিলেন ছিলো না।
এই করোনা কিভাবে আর্বিভূত হলো ভিলেন রুপে,
তোমার আমার জীবনে।
যাহ করোনা যাহ!
তোকে আর ভয় পাবো না।

এবার ঠিক তোমার কাছে ফিরে যাবো প্রিয়তমা।
হোম কোয়ারেন্টাইন আর ভালো লাগছে না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:২৬

নেওয়াজ আলি বলেছেন:   চমৎকার  উপস্থাপন ।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৪১

ইসিয়াক বলেছেন: শুভকামনা জানবেন ভাইয়া।

২| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৭

শের শায়রী বলেছেন: আর যেতে হবে না প্রিয় কবি, অনেক কিছুই না দেখা থেকে গেল আগে যা যা দেখেনি মানুষ ;)

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন: সামনে সত্যি খুব ভয়ঙ্কর দিন আসছে । সতর্ক ও সাবধানে থাকুন আপনজন কে নিয়ে প্রিয় ভাইজান।
আল্লাহ ভরসা।
প্রার্থনায় আছি প্রার্থনায় রাখুন ।
আল্লাহ আমাদের সহায় হোন।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:২৭

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা করোনা নিয়ে।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: শামছুল ইসলাম আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

৪| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




কলমের বাইনোকুলারে মূল দৃশ্যটুকু ঠিকই ধরতে পেরেছেন। ভিলেন । তবে এ ভিলেন পুলিশের হাতকড়া পরে না, পুলিশকেই হাতকড়া পরায়।


০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৯

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা শ্রদ্ধেয়।
শুভকামনা রইলো।

৫| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: আপাতত প্রিয়তমার কাছে গিয়ে তাকে বিপদে ফেলবেন না।
বিপদ কাটুক তারপর যাবেন।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫

ইসিয়াক বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.