নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মনময়ূরী

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৯


গোধূলীবেলায়,
ঠিক সন্ধ্যা নামার আগে।
ঘরে ফেরার তাড়নায়,
পাখী সকলের জান কবুল করা সময়ে।
আবির রঙে হেসে ওঠে আকাশ।

হৃদয়ের দখিন কোন থেকে দোলা দেয় হাওয়া,
অতীব মনোরম ছন্দে।

সেই ক্ষনে আনমনে মনের বাতায়ন খুলে যায় সপাট।
কনে দেখা আলোয় হেসে ওঠে পদ্ম।
লুকোচুরি খেলা খেলে আকাশ আর পৃথিবী।

ঠিক তখনই,
তুমি এসে দাড়ালে তেতালার খোলা ছাদে,
আমি চেয়ে মুগ্ধ!

আকাশ মিতালীতে তোমায় দেখে।
অনুভব করি অপার্থিব ভালোবাসা হৃদয় কোনে।
তুমি কি আমায় ভালোবাসবে মনময়ূরী?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮

আর. হোসাইন বলেছেন: চমৎকার! ধন্যবাদ ভাই

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন: আর. হোসাইন আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।

২| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: আকাশে মেঘ দেখলে কবিরা আবেগ তাড়িত হয়।
অথচ সাধারণ মানুষ বিরক্ত হয়।

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০১

ইসিয়াক বলেছেন: আপনি কি বিরক্ত?

৩| ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নেওয়াজ আলি বলেছেন: মন ছুঁয়ে গেল লেখা।

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:২৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

৪| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবি ভাই কেমন আছেন
ঘোর অমানিশায় আপনার
কলমে দারুনসব কবিতা
ভীর করে!!
আমাদের জন্য দোয়া করবেন
শু্ভকামনা আপনার জন্য।

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:২৫

ইসিয়াক বলেছেন: সত্যি বলছি নুরু ভাই এমন মন্তব্যে দারুণ অনুপ্রেরণা পাই।
পাশে থাকার জন্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.