নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অতঃপর তাহারা দীর্ঘ কলহে লিপ্ত হলো হোম কোয়রেন্টাইনের দিনে

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:০৪


-এ্যঁই শোন।
-কি?
-করোনা।
-কি করোনা?
-বলছি দুষ্টুমি করোনা।
-ও!
-হতাশ হলে?
-আমি ভেবেছিলাম অন্য কিছু।
-তোমার তো খালি ওইসব চিন্তা।ফাজিল।
-তুমিই দেখছি একটা আস্ত করোনা ভাইরাস।
-চুপ!একদম অপমান করার চেষ্টা করবে না।
-এখন তো হাত ধরলেও চমকে ওঠো।
-চমকাবো না বলছো।বিড়ি খেতে যেভাবে বাইরে যাচ্ছো।বুনো কোথাকার।
-বিড়ি খেতে গেলেই করোনায় ধররে ,কোথায় পাইছো এসব?
-ধরবে না।গন্ড মুর্খ।পুলিশে চোখে দেখে না কেন, ধরে দুচার ঘা কষিয়ে দিলেই বুঝবা,
হুহ,করোনা কাহাকে বলে।
-তুমি তো বলেছিলে পিয়ারী,যাই হোক না কেন সুখেদুঃখে চিরকাল পাশে থাকবে।
-হুহ পেয়ারী! ঠেলার নাম বাবাজী। প্রতিশ্রুতিটা একটু এডিট করতে হবে।
-প্রতিশ্রুতি এডিট?
-হু,করোনায় ধরলে সুখে দুঃখে পাশে থাকতে পারবোনা।এটা কিন্তু আগে থেকে বলে রাখছি।
-মিথ্যাবাদী,বেইমান।
-তুমি মিথ্যাবাদী,তুমি বেইমান।...................।
অতপর তাহারা দীর্ঘ কলহে লিপ্ত হলো। আসলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:১০

সোহানী বলেছেন: হাহাহা........

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:২২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
পাঠে, মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা

২| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৩১

নেওয়াজ আলি বলেছেন: মননশীল লেখা।   

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

করোনা পৃথিবীর দম্পদিতের মাঝে
কলহের বিষবৃক্ষ রোপন করিয়াছে।
সার ও পানি পাইয়া তা এথন মহিরুহে
পরিণত হইতেছে।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

ইসিয়াক বলেছেন: যথার্থ বলেছেন নুরু ভাই।
সামনে পৃথিবীতে অনেক পরিবর্তন আসবে।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: বহু অলস মানুষ জীবনে দূর্দান্ত কাজ করে গেছেন।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

ইসিয়াক বলেছেন: বুঝলাম না।

৫| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহাহা....
অন্ত কলহের ফল।

গৃহবন্দী থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬

ইসিয়াক বলেছেন: আমাদের এখানে র‌্যাব সেনাবাহিনী টহল বসেছে। প্রচুর জরিমানা করছে , তবুও লোকজনের বাইরে বের হওয়া কমছে না।বিকাল হলে তো আরো বেশি।পাড়ায় পাড়ায় মজমা বসাচ্ছে। শুনছি সামনে কার্ফু দেবে। মানুষের ভয় নেই। কেউ কেউ বলছে আমাদের বিসিজি টিকা দেওয়া আছে ।আমাদের করোনায় কিছু হবে না।বিসিজি হচ্ছে যক্ষা রোগের টিকা যা ১৯৮৯ সাল থেকে বাংলাদেশে দেওয়া শুরু হয়।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
শুভকামনা।

৬| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

ইসিয়াক বলেছেন: হা হা হা ঠিক বলেছেন ভাইয়া ।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.