নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে বিজয়ে

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২


কেমন আছো প্রিয়তমা ?ভালো আছো তো?
অনেক অভিমান পুষে রেখেছি মনে এতদিন।
মন চাইলেও চোখ চায়নি দেখতে তোমায়।
ছবিগুলে ছিলো যত এ্যালবাম জুড়ে
খুলিনি আমি।
ওমুখ দেখবো না বলে।
তবে আজ হঠাৎ করে তোমায় মনে পড়ে।
বুকের ভিতর কেমন যেন আকুলি বিকুলি করে?
কেমন আছো প্রিয়তমা ? কেমন আছো?
ঠিকঠাক সতর্কতায় আছো তো?
আবার দেখা হবে নিশ্চয় তোমায় আমায়।
করোনা মুক্ত পৃথিবীর বিজয় উৎসবে।
ঠিক ঠাক ভালো থাকা চাই কিন্তু।
দেখা হবে বিজয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

জোবাইর বলেছেন: কবিতা ভালো হয়েছে। সব সময় শুধু প্রেমিকের দুঃখ, আনন্দ, বেদনা, অনুভূতি, চাওয়া-পাওয়া নিয়ে কবিতা লিখেন। অনেকটা একতরফা হয়ে যায় :)। মাঝে মাঝে প্রেমিকাদের মনের কথা নিয়েও লিখবেন। কবিদের সবার মনের কথা বুঝতে হয়।

০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৭

ইসিয়াক বলেছেন: চমৎকার গঠন মূলক মন্তব্যে ভালো লাগা জানবেন।
পাঠে ,লাইকে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০৭

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা

০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: করোনা মুক্ত হবে ।অবশ্যই হবে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.