নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মুক্তি নেই তোমার

০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:১৯


আচ্ছা তুমি এতো রঙবেরঙের আবেগ কোথা পাও বলো তো?
আমার ইচ্ছা হলেও থাকতে পারি না বেশি ক্ষন
অভিমান নিয়ে।

তোমার কাছে কেন জানি, নিজেকে
বিলিয়ে দিতে পারলেই আমার সবটুকু সুখ।
জানো তো,
একদিন খুব ইচ্ছে হয় আকাশ হবো,
নীলআকাশ।

তুমি মেঘ হয়ে ভেসে বেড়াবে আমার বুকে
পাগলা হাওয়ায়।
আমায় ছুতে চাইলেও ছুতে পারবেনা।

কেমন মজা!

আমি হেসে হেসে রবো তোমার পাশে পাশে,
অথচ......
যদি তীব্র অভিমানে বৃষ্টি হয়ে ঝরে যাও,
তো অসুবিধা নেই আবারে তো তুমি
ফিরে আসবে, কোন এক সন্ধ্যায়
আমার উদ্দাম বুকে।
পানিচক্রের আবর্তে কিছুতেই যে মুক্তি নেই তোমার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪২

নীল আকাশ বলেছেন: সুন্দর লেগেছে। আমার নাম আছে।

০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন: অনেক করে ধন্যবাদ জানবেন প্রিয় নীল আকাশ ভাইয়া।
৥তাইতো আপনার নাম আছে যে :P

২| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৭

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: মুক্তি আছে। জীবন যখন ছুটি দিয়ে দেবে তখনই মুক্তি মিলবে।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.