![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
জানি,
তুই আমায় খুব ভালোবাসিস।
একদন্ড না দেখলে,
চোখে হারাস নিয়মিত।
আমার হঠাৎ ফোনে তোর বুক কেঁপে ওঠে,
ধুক পুক ধুক পুক।
সেও জানি,
অজানা ভয়,ভালো আছি তো?।
উতলা হয়ে জানতে চাস কেমন আছি !
কিন্তু কদিন হঠাৎ,কি হলো কি তোর।
মুঠোফোন বন্ধ।
ফেসবুকের পাতায় নেই কোন সক্রিয়তা,
অন্যান্য যোগাযোগের মাধ্যম ও বন্ধ,
কেন থাকছিস সেচ্ছায় দূরে দূরে।
কেন হঠাৎ পরিবর্তন হলো তোর!
কেন এই দূরত্ব বজায় রাখা।
কেন এই হঠাৎ এড়িয়ে যাওয়া।
তবে কি তুই আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিস।
নতুন কাউকে বন্ধু বানিয়েছিস?
মন বড় জানতে চাইছে, কি আমার অপরাধ।
১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪
ইসিয়াক বলেছেন: স্যরি তো বলেছি বন্ধু.......
২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৯
জাহিদ অনিক বলেছেন: হঠাত দমকা হাওয়া, আবার হাওয়া লাগবে পালে
১১ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৭
ইসিয়াক বলেছেন: কেমন আছেন প্রিয় কবি?
লাগুক পালে হাওয়া
৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯
মিরোরডডল বলেছেন: এখানে দুই বন্ধুতে বোঝাপড়া হচ্ছে কবিতার মাধ্যমে
ইন্টারেস্টিং
good luck !
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১১
ইসিয়াক বলেছেন: মিরোরডডল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: Excellent
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১১
ইসিয়াক বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: কোনো কথা নাই।
বন্ধুকে ব্লক করে দেওয়ার সময় মনে ছিলো না।