নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কলঙ্ক আমার ভালো লাগে।
পিরিতের আগুনে পুড়ে পুড়ে জ্বলতে ও ভালো লাগে।
সেই প্রেমে তো কোন মজা নাই ,
যে প্রেমে কলঙ্ক নাই।
আমি প্রেম কলঙ্কে কলঙ্কিনী হতে চাই।
যায় যাক জাত, যায় যাক কুল ও মান,
আমি বারেবার চাই করতে ,এমন ই হাজার ভুল।
আমি কলঙ্কিনী হতে চাই।
আমি ব্যথার পাহাড় সয়ে তোমারই থাকতে চাই।
চাঁদে কলঙ্ক আছে বলেই চাঁদ এত দামী।
জানি গো জানি,
সে কারণেই তো,
তোমার কলঙ্ক সিঁদুর মেখে করি পাগলামী।
আবারো বলছি, কলঙ্ক আমার ভালো লাগে।
আমি কলঙ্কিনী হতে চাই।
তোমার ভালোবাসার কলঙ্ক মেখে আমি কলঙ্কিনী হতে চাই।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৫
ইসিয়াক বলেছেন: নেওয়াজ আলি ভাই আপনার প্রতি ও রইলো শুভকামনা।
২| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ নিন জনাব
৩| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২০
শের শায়রী বলেছেন: আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৯
ইসিয়াক বলেছেন: কেমন আছেন প্রিয় ব্লগার ?
গতকাল একটু স্বস্তি পাইছিলাম কিন্তু আজ প্রায় তিন গুন বেশি করোনা রুগী ধরা পড়েছে কি যে হবে আল্লাহ জানে।
ভালো থাকুন ভাইজান ।দোয়া রইলো।
৪| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন:
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আপনার আখ্যান ভালো হয়েছে।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১০
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা প্রিয় দাদা,
শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা