নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আজকাল অফিস নেই বলে একটু বেলা করেই ঘুম থেকে উঠি।আলসেমি করি গড়াগড়ি দেই।কিন্তু সকাল হতেই গিন্নির চিল চিৎকারে আরামের ঘুম হঠাৎ করে হারাম হয়ে গেলো।
-হায়! হায়!! হায়!!! আমার সব শেষ।
আমি ধড়মড়িয়ে উঠে বললাম- কি শেষ?
-কিচ্ছু নেই? সব শেষ।
-কখন হলো?
-কি কখন হলো?
-চোর ঢুকলো কখন ?
-এর মধ্যে আবার চোর আসছে কোথা থেকে।
-আমি অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে বললাম,
তুমি না বললে সব শেষ।
- বলেছি তো তবে এর সাথে চোরের সম্পর্ক কি? আমি তো বলেছি বাজার সদাই সব শেষ।ও বুঝেছি ,আমি নাকি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করি। তুমি তো আবার ইদানিং সব কিছু সংক্ষিপ্ত করে বলতে বলছো তাই সংক্ষিপ্ত করে বললাম।
সংক্ষিপ্তের নমুনা শুনে তো আমার হার্টফেল করার মতো অবস্থা।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: কথা একটাই সমস্ত নারীকে জা্তিকে সম্মান করতে হবে।
আমি কি অসম্মান করেছি?
২| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: মজা পাইছি ভাই, প্রতিদিনই কি শেষ হচ্ছে সবকিছু
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১২
ইসিয়াক বলেছেন: না ভাই আজই শেষ হলো দেখছি
৩| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহা আমারও সংক্ষিপ্ত মন্তব্য।
১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৮
ইসিয়াক বলেছেন: সংক্ষিপ্ত মন্তব্য ই কবুল প্রিয় দাদা
৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪২
নেওয়াজ আলি বলেছেন: ভাইরে আমার বাসায় একই হাল । সব শেষ।
১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৭
ইসিয়াক বলেছেন: ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাবে ।
আল্লাহর উপর ভরসা রাখুন।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: কথা একটাই সমস্ত নারীকে জা্তিকে সম্মান করতে হবে।