নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

নজরবন্দী

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৪


যখন সময় ছিল দেখার,
করেছি অবহেলা।
অসময়ে এখন আবেগ বেশি,
মন উতলা।

এখন বুঝি সহজপ্রাপ্য যা কিছু,
তার নেই কোন দাম।
বড় আদরের মানিক রতন,
অবহেলায় হারালাম।

দিয়েছি কত আঘাত জ্বালা,
করেছি বদনাম।
মনপাখি তুমি ভালো থেকো ,
ভুলে থেকো অপমান।

গৃহবন্দী এখন করোনার খেয়ালে,
হয়েছি নজরবন্দী।
তাই বুঝি এই অনুশোচনা এলো,
মন চাইছে সন্ধি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬

নেওয়াজ আলি বলেছেন: অনুপম,

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬

শাহিন-৯৯ বলেছেন:


সন্ধিই উত্তম পন্থা, অযাথা সময় নষ্ট না করে এখুনি সন্ধি করে ফেলুন বাকি লকডাউন জীবন সুখে শান্তিতে কাটুক।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৮

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সবসময়।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৭

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।

আসুন সন্ধিতে।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

ইসিয়াক বলেছেন: অনেকদিন পর! কেমন আছেন দাদা? আশা করি ভালো আছেন।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা জানবেন।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭

ইসিয়াক বলেছেন: কি সহজ সরল সুন্দর জনাব?

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: এখনো ভাল আছি।

ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো দাদা।
নববর্ষের শুভেচ্ছা রইলো।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.