নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
[১]
শুভ নববর্ষের দিনে, নিপাত যাক,
দূর হোক অশুভ শক্তি।
সকল অকল্যাণ দূর হয়ে,
মানবজাতি পাক মুক্তি।
[২]
এসেছে আবার নতুন একটি দিন,
নতুন আলোর প্রভাত।
পৃথিবীর অসুখের এই দূর্দিনে,
অবদমিত হোক অশুভের যত আঘাত।
একদিন ঠিক ফিরবে কোলাহল,
সারা পৃথিবী জুড়ে।
ততদিন অবধি এসো হে নবীন,
মানবতার তরে যাই লড়ে।
গাই সাম্যের গান, এসো মিলে
মিশে চলি ,এই মহাদুর্যোগ, দুর্দিনে।
এসো শপথ নেই, নববর্ষের দিনে,
মানবতার কল্যানে।
মানবজাতি আবার সহাবস্থানে যাক,
ফিরে পাক উচ্ছলতা।
আলোয় আলোয় ভরে উঠুক পৃথিবী,
নব নবীনের কথকতা।
***********************
সবার জন্য নববর্ষের শুভেচ্ছা রইলো।
১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৪
ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও নতুন বৎসরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয় দাদা।
২| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৯
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ সেলিম ভাই।
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৭
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
অকল্যান দূর হয়ে সর্বত্র কল্যান বয়ে আনুক এই নতুন বছর।
শঙ্কাকে বদলে দিক নির্ভয় আশার আলোয়, অনিশ্চিত পৃথিবীকে নিয়ে যাক নির্ভর এক নিশ্চিন্ততার পথে।
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ শ্রদ্ধেয়।
আশা করি কেটে যাবে সব অমানিশা খুব তাড়াতাড়ি। হাসিগানে মুখর হবে চারপাশ আগের মতো।
শুভকামনা রইলো । ভালো থাকুন ।সতর্ক থাকুন আপনজন নিয়ে।
ধন্যবাদ
৪| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬
সাইন বোর্ড বলেছেন: শুভ নববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
৫| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০
স্প্যানকড বলেছেন: চার দাগের ভিতরেই থাকা বেস্ট
বাইরলেই আল্লাহ দিব মাইর
করোনা করব হাগ
চার দাগের ভিতরেই
সব চালাও কাম
বাইরলেই ফুস
এছাড়া নতুন আপডেট আপাতত নাই
এটাই এহনকার টেস্ট।
চার দাগের ভিতরেই পিঠ চুলকাও
উপতা চিত যেমনে খুশি শোও
করব না কেউ মানা
চার দাগের ভিতরেই খেল
লুডু, ক্যারাম, দাবা।
চার দাগের ভিতরে আগেও ছিলা
পর জনমে ও রবা
কইর না এই ভুল
আদম ও বাইরইছিল
খাইল গন্দম
এহন দিতাছি হগল হালায় মাশুল।
চার দাগের ভিতরেই সব আছে
আদর চুমা সোহাগ
বাইরে কেন যাও সোনার চান
পেট টানে উত্তরে কও
জান গেলে জান পাইবা?
বুইজা ঠ্যাং বাড়াও।
বুইজা ঠ্যাং বাড়াও!
১৪ এপ্রিল ২০২০
শুভ বাংলা নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৭
ইসিয়াক বলেছেন: spankeআপনাকে আমার ব্লগে স্বাগতম।
আপনার কবিতা পড়লাম।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
৬| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫
নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৮
ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো নেওয়াজ ভাই।
শুভকামনা।
৭| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে ছন্দে নববর্ষের শুভেচ্ছা।
আপনার জন্য রইল বৈশাখী শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৬
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা প্রথমে ই আপনার জন্য ও রইলো বৈশাখী শুভেচ্ছা।
আশা করি ভালো আছেন। মেঘ বাবুর পড়াশোনার খবর কি? কবি মশাইকে আমার নববর্ষের শুভেচ্ছা পৌছে দিবেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন ।
শুভকামনা।
৮| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
শুভ নববর্ষ! মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। নতুন বছরে সুস্থ থাকুন, ভাল থাকুন এই শুভকামনা।
দূর হোক করোনা।
১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৭
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
বলছেন জনাব!
ভালো লাগলো মন্তব্য পেয়ে।শুভকামনা।
৯| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২
রূপম রিজওয়ান বলেছেন: নববর্ষের শুভেচ্ছা,কবিভাই। কেমন আছেন?
১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক দিন পরে ছোট ভাইয়া তোমার মন্তব্য পেয়ে মনটা ভরে উঠলো। আমি এখনো পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি।
তোমার প্রতিও রইলো নববর্ষের শুভেচ্ছা। ভালো থেকো। সতর্ক থেকো আপন জন নিয়ে।শুভকামনা।
১০| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২৯
সোহানী বলেছেন: শুভ নববর্ষ ইসিয়াক ভাই। সারাটি বছরই এমন করে লিখে যান!
১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৪
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ আপু । আপনার প্রতিটা মন্তব্য আমার জন্য আর্শিবাদ।
মন্তব্যে ও লাইকে অনেক অনেক অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০৮
বিজন রয় বলেছেন: নতুন বৎসরের শুভেচ্ছা ও শুভকামনা।