নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রশান্তির বৃষ্টি নামুক

১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৬


এমন সকাল আসেনি আগে,
খুশির দিনে নীরবতা।
পৃথিবী জুড়ে শুধুই আহাজারি,
বাঁচার আকুলতা।

এমন সময় আসেনি আগে,
জীবনের নেই দাম।
মহা দুর্যোগের এই দুর্দিনে,
কত চেনা মুখ হারালাম।

আলোর দিন আসবেই একদিন,
কাটবে অমানিশা।
কত চেনা মুখ হারিয়ে তবে
পাবো সে পথের দিশা?

অনেক হয়েছে এবার তবে,
মৃত্যুর মিছিল থামুক।
অশুভকে হারিয়ে শুভ জিতে যাক,
প্রশান্তির বৃষ্টি নামুক।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ইসিয়াক ভাই।
কবিতা ভালো হয়েছে । ঠিকই তো আমরা যেন আশাহত না হই। অমানিশা কেটে যাবেই একদিন।
প্রশান্তির বৃষ্টি নামবে যেকোনো দিন।

বৈশাখী শুভেচ্ছা নিয়েন।

১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:১৮

ইসিয়াক বলেছেন: শুভ সকাল প্রিয় দাদা,
পাঠে ,মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
বৈশাখী শুভেচ্ছা রইলো।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৩

সাইদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১২

বিজন রয় বলেছেন: প্রমাণিত মানুষ খাব সামান্য জীব।

সুন্দর বিষয় নিয়ে সুন্দর কবিতা।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম দাদা।
নিরন্তর শুভকামনা।

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৫

নেওয়াজ আলি বলেছেন: । লেখা পড়ে বিমোহিত হলাম।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো নেওয়াজ আলি ভাই।
শুভকামনা।

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.