নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কেমন আছো প্রিয়তমা স্বেচ্ছা বন্দী জীবনে?
ঠিকঠাক আছো তো নিয়মে?
আমি কিন্তু ভালো আছি, নতুন জীবনাচরণে,
এখন তো ঘরে বসেই থাকি।
যদিও মাঝে মাঝে তোমার কথা ভাবি।
তোমাকে না বদলালেও অন্য অনেক অভ্যাস
আমি বদলে নিয়েছি, সময়ের প্রয়োজনে।
তবে কখনো কখনো সিগারেটের নেশাটা মাথা চাড়া দিয়ে ওঠে,
তুমি যাকে সতীন বলতে ভালোবাসতে !
তুমি ছেড়ে গেলেও তোমার সতীন আমাকে ছেড়ে যায়নি কখনো।
আর কি করি?
গান শুনি। মুভি দেখি।
ছবি আঁকি মাঝে মাঝে।
আচ্ছা তোমার ওই গালের তিলটা ঠিকঠাক আছে তো।
একটা কথা তো বলাই হলো না,
তুমি না আমায় কবি রুপে দেখতে ভালো বাসতে!
আমি তোমায় নিয়ে ভাবতে ভাবতে,
তোমার আমার সম্পর্ক নিয়ে লিখতে লিখতে ,
কবিতার মতো কিছু একটা লিখে ফেলছি।
ফুরসত পেলে অবশ্যই শোনাবো তোমাকে।
হতে পারে সেটা করোনা মুক্ত পৃথিবীর বিজয় উৎসবে।
ততোদিন খুব করে ভালো থাকা চাই কিন্তু।
মাঝে মাঝে মন খারাপ হলেও ,
এখন আমার সময় কাটে বিশ্রাম নিয়ে,
বিশ্রামেও ক্লান্তি আসে আজকাল!
এই প্রথম বুঝলাম না পাওয়ার আনন্দেই মজা বেশি।
যেমন তোমাকে হারিয়ে আমি......
ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি,আমি দারুণ রান্না শিখেছি।
ঠিক তোমার মতো করে।
মাটন কষা, ছোট মাছ চচ্চড়ি,
সেই সাথে প্লেইন পোলাও।
জানি শুনলে তোমার জিভে জল এসে যাবে।
দেখা হবে যখন, খাওয়াবো, কথা দিলাম।
মুক্ত পৃথিবীতে আবার আমরা প্রেম করে বেড়াবো।
সব ভুলগুলো শুধরে নেবো।
তখন কিন্তু না বলতে পারবে না।
ভালো থেকো মধুরিমা।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৫
ইসিয়াক বলেছেন: হয়তো মধুরিমা ভালো আছে!
সত্যি সত্যি জানা নাই।
শুভকামনা দাদা
২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০
বিজন রয় বলেছেন: আপনার মধুরিমা কি ৫০/৬০ দশকের?
তবে নামটি খুব সুন্দর।
"মধুরিমা"
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭
ইসিয়াক বলেছেন: মধুরিমা চিরদিনের চিরকালের।
"মধুরিমা" নামটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
মধুরিমা কে নিয়ে আমার আগের কবিতাগুলো কি পড়েছেন দাদা? ব্লগেই আছে।
পড়বেন আশা করি।
কৃতজ্ঞতা রইলো।
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১
বিজন রয় বলেছেন: কবিতা পড়ে মনে হলো আপনার মধুরিমা ভাল রান্না করতে পারে না।
তবে কবিতা ভালবাসে খুব।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন: হা হা হা ..পাঠক তার ইচ্ছা মতো ভেবে নিক মধুরিমার চারিত্রিক বৈশিষ্ট্য।
এখানে পাঠক স্বাধীন।
শুভকামনা আবারো।
ভালো থাকুন।
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩
বিজন রয় বলেছেন: মধুরিমাকে নিয়ে আপনার আগের কবিতাগুলো পড়বো না মানে!!!!
আমার কবিতা সংকলনে সবগুলো আছে।
মাঝে কিছু দিন ব্লগে আসিনি সে সময় যেগুলো পোস্ট করেছেন সেগুলো পড়া হয়নি।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩০
ইসিয়াক বলেছেন: জেনে খুব ভালো লাগলো দাদা।
কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৭
জাওয়াত আররাজ বলেছেন: মানুষকে বদলাতেই হয় ভাই, মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়। আপনারও বদলানো উচিত। আমরাও একসময় ভালোবেসেছিলাম, আমরাও বদলেছিলাম। আপনিই একা নন এ যাত্রায়। সমব্যাথী আরও অনেকে আছে।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: জাওয়াত আররাজ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
আপনি খুব ভালো লেখেন।
শুভকামনা রইলো।
৬| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: মধুরিমার কি করোনা হয়েছে?
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯
ইসিয়াক বলেছেন: আ মলো যা!!! ষাট ষাট বালাই ষাট ।
৭| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫
পদাতিক চৌধুরি বলেছেন:
আহা এমন করে আকুতি করলে মধুরিমা কি ফেলতে পারে?
না । তা কক্ষনো হতে পারে না।
মধুরিমা আসবেই....
কবি হৃদয়ে তার আঘাত দীর্ঘ থেকে দীর্ঘতর হোক কামনা করি।হেহেহে...
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২
ইসিয়াক বলেছেন:
কি কহিব আর দুঃখের কথা,
কি জানাবো ব্যথা।
বুকের মাঝে সব লেখা থাক,
যত কাব্য গাঁথা।
৮| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৬
নেওয়াজ আলি বলেছেন: বেশ মন ছুঁয়ে গেল লেখা। শুভ কামনা আপনার জন্য।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।
৯| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
ভুয়া মফিজ বলেছেন: মধুরিমার বেণীর আগায় চুলে ফাস লাগানো চিচিংগার মতো ঝুলন্ত ব্যক্তিটি কি আপনি? জাস্ট কিউরিওসিটি!!
কবিতা যেহেতু পড়ি নাই, তাই মন্তব্য করতে পারছি না। দুঃখিত।
১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৫
ইসিয়াক বলেছেন: হা হা হা ...........এতো কিছু রেখে অবশেষে মধুরিমার বেনিতে চোখ আটকে গেলো ভাইয়া। কবিতা না হয় নাই পড়লেন,অন্যদিকেও একটু দৃষ্টি দেওয়া উচিত ছিলো।
১০| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: মধুরিমা ভালো থাকুক।
১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪২
ইসিয়াক বলেছেন: আপনিও ভালো থাকুন।
১১| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২২
দজিয়েব বলেছেন: আজকে অনেকগুলো কবিতা পড়েছি ভাই, এটা বেস্ট ছিলো।
১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৪
ইসিয়াক বলেছেন: দজিয়েব আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
১২| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৪
নীল আকাশ বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: মধুরিমার বেণীর আগায় চুলে ফাস লাগানো চিচিংগার মতো ঝুলন্ত ব্যক্তিটি কি আপনি? জাস্ট কিউরিওসিটি!! - এটা যে এই ছবি পড়বে তার ছবি। সুতরাং এটা কিন্তু...
কবিতাটা আবৃতি করলে দারুন লাগবে। অভিনন্দন।
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৮
ইসিয়াক বলেছেন: ভুয়া মফিজ ভাইয়ার উত্তরের অপেক্ষায় ছিলাম ..আছি ..থাকবো
#মন্তব্যে ভালো লাগা। শুভকামনা ভাইয়া।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: আপনার মধুরিমা কেমন আছেন?