নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তবে কি তুমি আমায় বন্ধু ভাবো না

১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩১


তুমি যদি আসতে কাছে আমি বাসতাম ভালো।
তুমি যদি থাকতে পাশে, হতাম জোনাক আলো।
ভুল করেও তুমি তো এলেনা,
মিছে আশা ,তবে কি সব টুকু ছলনা।
এলে না কেন এলে না?
আমায় কি তবে তোমার ভালো লাগে না।

তুমি যদি মেঘ হতে আমি হতাম বৃষ্টি,
হাতে হাত রেখে মেলাতাম দুজনে দৃষ্টি।
ভুল করে ও তুমি তো এলেনা,
ভুল কি তবে ছিলো সব ভাবনা।
এলেনা কেন এলেনা?
তবে কি আমায় তুমি বন্ধু ভাবো না।

তুমি যদি সাগর হতে, আমি হতাম জলকনা,
ছুঁয়ে দিতে তুমি আমি হতাম আনমনা।
ভুল করেও তুমি তো সাগর হলে না,
আমার ও জলকণা হওয়াতো হলোনা।
কেন তুমি এমন করলে একটু বলো না?
মিছে হলো ছিলো যত সব ভাবনা।
কেন তুমি এলে না ,তবে কি তুমি আমায় বন্ধু ভাবো না।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩০

দজিয়েব বলেছেন: বন্ধু ভেবেই আসেনি বোধহয় ভাই, পাছে ভালবেসে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়!

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন: দজিয়েব বলেছেন: বন্ধু ভেবেই আসেনি বোধহয় ভাই, পাছে ভালবেসে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়!
হয়তো। এক্ষেত্রে পাঠক স্বাধীন,সে তার নিজের মতো করে ভাবনার জগতকে রাঙিয়ে নিতে পারে।

পাঠে মন্তব্যে ও লাইকে অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন: নিরন্তর শুভকামনা নেওয়াজ ভাই।

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: বেশ সুন্দর,ভালো লাগলো,শুভেচ্ছা নেবেন!
ভালো থাকবেন!

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন: সৈয়দ জায়েদ আহমদ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এভাবেই পাশে চাই সবসময়।
শুভকামনা।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: জাহ্মেলা বিহীণ সুন্দর কবিতা।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৮

প্রেক্ষা বলেছেন: আহ অনেক দিন পর ব্লগে এসে আপনার কবিতা দেখলুম।ভালোই লাগলো সহজ,সরল কবিতা।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: কেমন আছেন প্রেক্ষা ?
পরীক্ষার খবর কি? অনেকদিন ব্লগে অনুপস্থিত। আবার নিশ্চয় নিয়মিত হবেন। আমি ব্লগে আরো গল্প দিয়েছি।পড়বেন নিশ্চয়।
ভালো থাকুন ।সুস্থ থাকুন। সতর্ক থাকুন সবসময়।

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা জানবেন সেলিম ভাই।
ভালো থাকুন সবসময়।

৭| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫

প্রেক্ষা বলেছেন: ব্লগে নিয়মিত হবার চেষ্টা করব...
মাশাল্লাহ অনেক গল্প লিখেছেন,সব পড়তে হবে।

পরীক্ষার কথা আর বলিয়েন না,আপাতত বন্ধ আছে।জানি না কি হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.