নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তবু তোমার বিষ স্পর্শ আমি পেতে চাই

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৪


তুমি কি আসবে?
আসবে আমার দ্বারে?
একটানে চলে এসো না গো।
আমি সত্যি আর পারছি না,
কত মানুষ তো নদী পথ সাঁতরে।
চোর পুলিশ খেলে ফিরে আসছে নাড়ীর টানে।

আমার আর ভালো লাগছে না এই একাকী বন্দী জীবন।
আমার আর পোষাচ্ছে না এই বিরহ জ্বালা।

আচ্ছা,
তুমি কি শুনছো আমার এ আহ্বান?
কান পেতে শোনো,
রাত্রির নৈশব্দে শুনতে পাবে আমার অভিমান।
তুমি কি বুঝতে পারছো আমার দুঃখ গুলো।
হৃদয়ে হাত রেখে দেখো অনুভব করবে।
তুমি তো দাওনি ফিরায়ে।
তুমি তো যাওসি সরে।
তবু কেন এই দুরত্ব?
কেন এই বিরহ?

তুমি তো কথা দিয়েছিলে,
থাকবে পাশে পাশে।
শত বাধা বিপদে।
তুমি কি রাখবে না সে কথা?

তুমি কি বোঝনা আমি তোমায় কতখনি ভালোবাসি প্রিয় ।
তুমি কি বোঝনা আমি কত আকুলতায়,
তোমার পাশে থাকতে চাই অবিরাম।
পৃথিবীর অসুখের অযুহাতেও আমি চাইনা।
আমি সত্যি চাই না ,তোমার থেকে দূরে থাকতে।

আসুক মরণ মরবো সহমরণে।
তবু তোমার বিষ স্পর্শ আমি পেতে চাই।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: প্রেমের ক্ষমতা সংঘাতিক!
বিষকে অমৃত ভাবে।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় দাদা।
নিরন্তর শুভকামনা।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১

দজিয়েব বলেছেন: সুন্দরম

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন: দজিয়েব আপনার ছোট্ট মন্তব্যে মনটা ভরে গেলো।
এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভকামনা জানবেন।

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ১২ তম চরণ

কান পেতে শোনো হবে।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪

ইসিয়াক বলেছেন: ঠিক করে দিয়েছি সেলিম ভাই।
পাঠে মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা মারাত্মক হয়েছে।কবি হৃদয়ে অনুরণিত হোক এ আকুতি প্রতিক্ষণে।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩২

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা,
আপনার মন্তব্য মানে আবার নতুন একটি কবিতা লেখার অনুপ্রেরণা।
সবসময় আপনাকে পাশে পেয়ে সত্যি আমি ধন্য।সেই সাথে প্রতিটি ক্ষনে আপনি আমাকে কৃতজ্ঞতার জালে জড়িয়ে ফেলছেন একটু একটু করে।
ভালো থাকুন সবসময়।
দেখা হবে বিজয়ে।

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ্

একেই বলে কবি যারা

নির্দিধায় পান করে পারে হেমলক!!
কবি চায় বিষ স্পর্শ আমরা যখন ঘরে লক!!

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাইয়া,
কবিতা পাঠে মন্তব্যে ও কাব্য কথায় ভালো লাগা জানবেন।
মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত।
শুভকামনা জানবেন।

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমরণের সুযোগ নাইক্যা ভায়া
সেনাবািহনী নামছে ;)

আজ একটু আগে মহল্লার গলিতেও টহল দিয়ে গেল!!
ওরা যে কবিতা বুঝে না :P

কবিতায় ভাল লাগা :)

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি ,
আমাদের এখানেও সেনাবাহিনী নামছে। কিন্তু মানুষ মনে হয় করোনার ব্যপারে সিরিয়াস না।তারা চোর পুলিশ খেলায় ব্যস্ত।
শুভকামনা।

৭| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

রাফি বিন শাহাদৎ বলেছেন: শেষ লাইন টা অনেক সুন্দর

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

ইসিয়াক বলেছেন: রাফি বিন শাহাদৎ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

৮| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত প্রকাশ।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া।

৯| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.