নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বন্দী মানব জাতি করোনার জালে

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২১


মানুষজাতি আজ বন্দী
নিজের চার দেয়ালে।
চলাফেরায় নিয়ন্ত্রণ
নিয়মের বেড়াজালে।

এদিক ওদিক ঘোরাফেরা
সেতো এখন মানা।
করোনা যে বেজায় নির্দয়
দিতে পারে হানা।

কেউ বলে গজব খোদার
কেউ বলে প্রকৃতির লীলা।
করোনার স্পর্শে এলে যেনো
সাঙ্গ হবে খেলা।

কি যে জ্বালা হলো দেখি
কি যে হলো বিপদ।
অসতর্ক হলেই নিশ্চিত
ডাকছে মরণ ফাঁদ।

বারেবারে হাত ধোয়াধুয়ি
আবিরাম চালাতে হবে।
সামাজিক দূরত্ব সর্বদা কাম্য
মনে রাখবে সবে।

ভুলেও কখনো মুখে চোখে
নাকে দিওনা ময়লা হাত।
করোনার এসে হাজির হবে
শুনবে না অযুহাত।

কতোকাল চলবে এমন
জানা নাই যে কিছু।
ঘরে ঘরে দুশ্চিন্তা শুধুই
নিচ্ছে যে পিছু।

বনের পাখী মুক্ত স্বাধীন
হাওয়াতে বেড়ায় ভেসে।
কবে যে আবার মুক্ত হবে মানুষ
ডাকবে ভালোবেসে।

এসো সবাই সঠিকভাবে
নিয়ম কানুন মানি।
করোনা মুক্তির দিন আসবেই
সেই কথাটাও জানি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭

রাফা বলেছেন: ভালোই হইছে কবিতা।
নয় কিন্তু অসতর্কতা।

ধন্যবাদ,ইসিয়াক।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

ইসিয়াক বলেছেন: রাফা আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।

২| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪০

ওমেরা বলেছেন: সচেতনতা মূলক কবিতা ভালো হয়েছে।

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৯

ইসিয়াক বলেছেন: আপু আপনি নিশ্চয় ভালো আছেন। ভালোথাকুন ,সতর্ক থাকুন আপনজন নিয়ে।
নিরন্তর শুভকামনা।

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল ভাবনা

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভকামনা জানবেন নেওয়াজ আলী ভাই।

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.