নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সন্ধ্যা নামার আগে নিঃসীম শূন্যতার মাঝে,
প্রকৃতির বেদনাহত অসীম নীরবতার ক্ষণে
দাড়িয়ে আছি একা।
অদেখা অচেনা এক শহরে।
ফিরে চলেছে বকের সারি ঝাঁক বেধে,
গোধুলীর লালিমা স্পর্শ করে।
নিস্তব্ধপুরী যেন চরাচর জুড়ে।
কেউ নেই কোথা অজানা আতঙ্কে।
মৃত্যু ভয়ে ভীত আজ পৃথিবীর সকল মানুষ।
নীরবতা ভালো লাগে,তবে এই নীরবতা নয়।
ভীড়ের মাঝে নীরবতা বড্ড যন্ত্রণাময়।
২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।
শুভকামনা।
২| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে মোহিত হলাম।
২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো আলি ভাই
৩| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো। বর্তমান সময়ের প্রেক্ষিতে লেখা। সত্যিই ভিড়ের মধ্যে নিরবতা যন্ত্রণাময়। জানিনা এ নিরবতা কবে দূর হবে।
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াকভাইকে।
২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় দাদা । শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
৪| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৪
অধীতি বলেছেন: এই কবিতাটা খুব লেগেছে।কি বাস্তব কথা
২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০
ইসিয়াক বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ।
নিরন্তর শুভকামনা।
৫| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: একাকীত্ব খুব যন্ত্রনাদায়ক।
কবিতা ভালো হয়েছে।
২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৬| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪
বিকাশ দাস বলেছেন: ভালো লাগার মত লেখা।
২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন: বিকাশ দাস আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৯
দজিয়েব বলেছেন: শেষের লাইনটা ভাই... সুন্দর...