নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শুধরে দেবো ভুল

২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:১৬


তোমার চোখে যত অভিমান
ধুয়ে দিয়ে যাক বৃষ্টি।
কান্না গুলো ধুয়ে মুছে যাক
ভালোবাসা হোক সৃষ্টি।
চিত্ত চায় তোমার উপর
বৃষ্টি হয়ে ঝরতে।
বারেবারে তোমার প্রেমে
প্রণয়ী হয়ে মরতে।
রাত বিরেতে ইচ্ছে করে
তোমাকে ভেজাই।
তোমার প্রেমে ভালোবাসার
বৃষ্টি হয়ে যাই।
প্রিয় তুমি হও তবে
আষাঢ়ের কদম ফুল।
জল জোছনায় ঝরে ঝরে
শুধরে দেবো ভুল।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৪২

পদাতিক চৌধুরি বলেছেন:

আহা কবি একি শুনালেন।
তুমি হও তবে আষাঢ়ের কদম ফুল,
জল জোছনায় ঝরে ঝরে শুধরে দেবো ভুল।
কাটাকুটি খেলা এভাবে চলতেই থাকুক......

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

২১ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৫০

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা
সকাল সকাল আপনার মন্তব্য পেয়ে দিনটা আলোকিত হয়ে গেলো।
ভালো লাগা ও মুগ্ধতায় ছুঁয়ে গেলো মন।
ভালো থাকুন সবসময়।
শুভসকাল।

২| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভকামনা রইলো সেলিম ভাই।
ভালো থাকুন সবসময়।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৪

দজিয়েব বলেছেন: সুন্দর তো!!

২১ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
শুভকামনা।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর।
সহজ সরল সুন্দর।

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১

গন্ধহীন বেলী ফুল বলেছেন: মনে ধরেছে এই আহবান........

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

ইসিয়াক বলেছেন: গন্ধহীন বেলী ফুল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।এভাবেই পাশে চাই সবসময়।
মন্তব্যে ভালো লাগা। শুভকামনা রইলো।

৬| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫১

নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর  লেখা

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক অনেক কতৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা্

৭| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

আল-ইকরাম বলেছেন: কবিতাটি পড়লাম। আমি তেমন কেউ নই । তবু বলতে ইচ্ছে করে আপনার রচনায় কিছু একটা আছে। যা পাঠককে কবিতাটি সম্পূর্ণ পড়তে বাধ্য করে। আমার বেশ ভাল লেগেছে। শুভ কামনা রইল।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৫

ইসিয়াক বলেছেন: আল-ইকরাম ভাইয়া আপনার মন্তব্যে আমি মুগ্ধ ও সেই সাথে অনুপ্রাণিত।
#আসলে আমিও খুব সামান্য একজন ঠিক আপনার মতো অতি সাধারণ।
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.