নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ঘরে থাকি

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৬


আলোর দিন আসবে জানি,
বাজবে আবার বাঁশি।
হেসে খেলে বেড়াবে সবাই
ফিরবে আবার খুশি।

চাই সকলের এখন ঘরে থাকা
একটু কৃচ্ছতা সাধন।
জানি এতো দিনের অভ্যাস
মানতে চাইছেনা মন।

তবুও তো মানাতেই হবে
নেইতো কোনই উপায়।
ভুল হলেই যেনো যমদূত,
দুয়ারে নেবে আশ্রয়।

এসো তবে এই মুহুতূ থেকে
বিলাসিতা ত্যাগ করি।
ঘরে থাকি ঘরে থেকেই
করোনা মুক্ত দেশ গড়ি।

নিজের অন্ন ভাগ করে নেই
মানবতার হোক জয়।
একটু সাহায্য হতে পারে
দুঃখীর জন্য সহায়।

ব্যক্তি অসতর্কতায় নষ্ট হতে পারে
হাজার লোকের জীবন।
সকলের সচেতনতায় বাঁচবে যেনো
লক্ষ কোটি প্রাণ।

ঘরে থাকি ঘরে থাকি
শুধু ঘরে থাকি।
মন খারাপের দিনগুলোতে না হয়
আকাশটাকেই দেখি।

এ এমনি যুদ্ধ জিততে হলে
কৌশলের প্রয়োগ চাই।
ঘরে থাকি ঘরে থাকি
ঘরে থাকাই শ্রেষ্ঠ উপায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো অঙ্গীকার।
ঘরে থাকুক সুস্থ থাকুন।

২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: আসলে এটাই সর্বোত্তম পন্থা এছাড়া কোন উপায় নাই।
শুভকামনা।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।

২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৬

প্রেক্ষা বলেছেন: বাহ !! বাহ !! সুন্দর কবিতা।

কেমন আছেন? করোনা কালীন জীবন কেমন কাটে??

আমি এমনিতেই বেশীরভাগ সময় ঘরে থাকি,আম্মু একা একা বাইরে যাইতে দেয় না তো তাই।তাছাড়া ঢাকা শহরের যে অবস্থা ,ঘরে থাকাই উত্তম সিদ্ধান্ত ।

২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
#ভালো আছি আপু।স্কুল কোচিং টিউশনি সব বন্ধ। এখন কর্মহীন বেকার হয়ে আছি। এরপরে কি হবে কে জানে?

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: সব মানুষ তো ঘরেই থাকে। শুধু যাদের ঘর নেই তারা ফুটপাতে থাকে।

২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: কেউ কেউ ছুটির আমেজে হাওয়া খেতে বের হয়। হঠাৎ দেখায় জড়িয়ে ধরে । আড্ডা দেয়। বিনা কারণে বাইরে ঘুর ঘুর করে বলে কিছু ভালো লাগছে না তাই একটু হাওয়া খাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.