নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শুভকামনা

২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৩


কিছু ভালোবাসায় থাকে বড্ড মাখামাখি।
আবার কিছু ভালোবাসায় থাকে চোখাচোখি,
দেখাদেখি,লুকোচুরি আর বিরহ।
সেই সাথে অনেক না বলা কথা অব্যক্তও থেকে যায়
কখনো কখনো।
এই ভালোবাসায় প্রিয়জনকে
নিজের করে পাওয়ার আকাঙ্খার প্রগাঢ়তা,
ভয় লোকলজ্জা,বিধিনিষেধের বেড়াজালে
প্রতি মুহুর্তে
আকর্ষণ তীব্রতর হয়।
পরিপূর্নতা অপরিপূর্নতা প্রাপ্তি এখানে গন্তব্য নয়।
দুটি মনের গভীর গোপন ভালো লাগাটাই মুখ্য।
অলীক রহস্যময়তা এখানে মনের অতল খুঁজে ফেরে
চিরদিন চিরকাল।
কিন্তু মাখামাখি ভালোবাসায়
শুধু শরীরের আকর্ষণই প্রাধান্য পায়।
কাম লালসা এখনে মুখ্য।
তারপর ?
দেহের ব্যবচ্ছেদের শেষে
সবটুকু দুঃস্বপ্ন।
ভালোবাসলে শুধু নিজের করেই পেতে হবে
তার কোন মানে নাই।
আসল কথা ভোগে সুখ নাই,ত্যাগে সুখ।
পৃথিবীর সমস্ত প্রিয়জন,প্রিয়মুখ সুখে থাক।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:০৭

দজিয়েব বলেছেন: ভালবাসায় সবচেয়ে জরুরি ত্যাগ করতে জানাটা... সুন্দর লিখেছেন।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।

২| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভালো নয়।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

ইসিয়াক বলেছেন: কে জানে। হয়তো হ্যাঁ হয়তো না।
ধন্যবাদ

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৮

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.