নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ এই আমি

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫২


জানি প্রতি ক্ষণে তোমার গভীর ভালোবাসায় ছিলাম,
এই আমি।
জানি তোমার প্রতি নিশ্বাসের সাথে ছিলাম,
এই আমি।
জানি তোমার প্রতি রাত জাগা রাতের কল্পনায় ছিলাম,
এই আমি।
জানি তোমার প্রতি প্রিয় গল্পের মধ্যমনি ছিলাম,
এই আমি।


এতো চাওয়া, এতো আকুলতা,
এতো প্রেম,এতো ভালোবাসা।
তবে তবু কেন তুমি রয়ে গেলে অধরা?
তবে তবু কেন তুমি রয়ে গেলে রহস্যঘেরা?
জানতে চেয়েও পারিনি জানতে।
কাছে থেকেছি তবু কেন?
পারিনি কাছে টানতে।

তবে কি এ চাওয়ায় ছিলো কোন ফাঁকি?
তোমার ভালোবাসা সব কি তবে মেকি?
বুঝিনি আমি সত্যি বুঝিনি।

একি ভালোবাসা? নাকি ছলনা?
বলনা?
বলোনা মধুরিমা, প্রিয়তমা একটু বলোনা।

উফ! আবার সেই নীরবতা।
আবারও সেই রহস্যময়তা।
তুমি পারোও বটে!
তবু আমি রবো অপেক্ষায়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মধুরিমাকে নিয়ে সবাই টানাটানি করছে কেন বুঝতে পারছিনা।
ইসিয়াক ভাইয়ের মধুরিমা তারই থাকতে দিন। অন্য কেউ নজর
দিবেন না।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন: ঠিকই কইছেন নূরু ভাই। হগলতির দেখতাছি মধুরিমারে না দেইখ্যাই এতো পেয়ার :P দেখলে না জানি কি করতো B:-/

২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: মধুরিমা কি রোজা রেখেছেন?

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: মধুরিমা কি রোজা রেখেছেন?

#জিজ্ঞেস করে নেই তারপরে জানাবো বন্ধু।

৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

সোহানী বলেছেন: আহারে মধুরিমা :-B

কবিতায় ভালোলাগা। (মধুরিমা নাম দেখে ঢুকলাম, আফটার অল এখন আপনার এ নাম নিয়ে ব্লগময় টানাহ্যাচরা চলছে :P )

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৯

ইসিয়াক বলেছেন: কি আর করবো আপু। সবার আন্তরিক ভালো লাগা মধুরিমাকে জানিয়ে দিতে হবে দেখছি।

শুভকামনা।

৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল কবিতা।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

৫| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

চাঙ্কু বলেছেন: মধুরিমারে চিনি না তবে উত্তরাধিকার এর কারনে মাধবীলতার কথা কোনদিন ভুলব না :)

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৩

ইসিয়াক বলেছেন: চাঙ্কু ভাই আপনাকে অনেকদিন পরে আমার ব্লগে পেয়ে অনেক ভালো লাগলো।
শুভকামনা রইলো।

৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই

৭| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২১

শের শায়রী বলেছেন: আহ মধুরিমা!
কবি থাকুক অপেক্ষায়
চল, তুমি আর আমি হারিয়ে যাই অজানায়।।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫২

ইসিয়াক বলেছেন: হা হা হা......... কি বলেন প্রিয় ভাইজান ? :( গৃহে অবস্থান করুন।গৃহে অবস্থান করুন। বাইরে করোনা ভাইরাস।

শুভকামনা।

৮| ২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৮

মা.হাসান বলেছেন: পটেটো মফিজ ভাই কোথায়? :>

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫

ইসিয়াক বলেছেন: আসলেই তো মফিজ ভাই রে দেখতাছি না যে B:-/ । হাসান ভাই মফিজ ভাই এর লগে দেহা হইলে কইয়েন মধুরিমা তার কথা জিগাইছিলো। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.