নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মুক্তির প্রতীক্ষায়

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৭


হঠাৎ থমকে যাওয়া এই শহরটা বড্ড একঘেয়ে আজকাল।
স্বেচ্ছা বন্দিত্ব আর চাইছে না মন মানতে।

যদি শৈশবকালের দিনগুলির মতো
একছুটে চলে যাওয়া যেতো,
ওই দিগন্তের দিকে,
তবে বেশ হতো।

অকারণেই
চারপাশের বাতাসকে এখন মনেহয় ব্যাপৃত বোঝা।

অসাড়,অথর্ব দিন ও রাত্রিগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর।
ক্লান্ত প্রহরগুলো যেনো হাহাকারের প্রতিমূর্তি।

মুক্তনীল আকাশও যেন বিষন্নতায় সমব্যথিত,
মানুষের বিপদগ্রস্থতায়।

বাগিচার ফুলগুলোও আজকাল বড্ড ম্রিয়মাণ।
মৌমাছি আসে প্রজাপ্রতি পাখা মেলে
কিন্তু কোথায় যেন এক শুন্যতা।

সমবেদনায় জোছনারও মুখ ভার।

জানি একদিন আরোগ্য লাভ করবে পৃথিবী।
আঁধার কেটে যাবে,ফুটবে আলোর রেখা।
হেসে খেলে বেড়াবে মানুষ আবার আগের মতো।
যদিও জানা নেই কখন আসবে সেই মুক্তি।
এখন শুধু প্রতীক্ষার প্রহর গোনা কাঙ্খিত সময়ের।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৯

দজিয়েব বলেছেন: চারিদিকে শুধুই শূন্যতা

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৭

ইসিয়াক বলেছেন: হ্যাঁ দজিয়েব ভাই চারিদিকে শুধু শূন্যতা। আলোর দিন আসবেই কিন্তু কবে কখন কেউ জানে। শুধু অপেক্ষা..।
পাঠে লাইকে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা। ভালো থাকুন সবসময়।

২| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতীক্ষার প্রহরের অবসান হোক। কেটে যাক সব আঁধার।
কাব্য বলা হয়েছে।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াকভাইকে।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৯

ইসিয়াক বলেছেন: প্রতীক্ষার প্রহরের অবসান হোক। কেটে যাক সব আঁধার।আবার হাসি গানে ভরে উঠুক পৃথিবী আগের মতো। সেটাই এখন সবার চাওয়া।
শুভকামনা প্রিয় দাদা ভালো থাকুন সবসময়।

৩| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:১৬

মুক্তা নীল বলেছেন:
কবে যে আবার সেই চিরচেনা পৃথিবীটা ফিরে পাবো,,,
কবিতায় সুন্দর আহ্বান ভালোলাগা রইল।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২৫

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু্।
নিরন্তর শুভকামনা।

৪| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩০

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবী এখন অনেকটা সুখী । ফিরিয়ে দিচ্ছে তার উপর করা অত্যাচার ।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.