নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমি ভালো নেই প্রিয়তমা , তুমি ভালো থেকো

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০


শত অভিযোগ, শত অভিমান
জমা আছে বুকের অতল গহীনে।
বলিনি কখনো, বলার ইচ্ছাও হয়নি কাউকে।
কারণ এটাই ভালোবাসা।


নিজে কষ্ট পেয়েছি, তবু চেয়েছি তুমি ভালো থেকো।
সুখী হও তোমার মতো করে।
যেমনটা তুমি চেয়েছো।
কারণ এটাই ভালোবাসা।


পৃথিবীকে আমার বিপক্ষে দাড় করিয়ে,
হাস্যস্পদ বানিয়ে,
আমার বুকের প্রতিটি কোনকে করেছো রক্তাক্ত,আহত।
হেসেছো নিষ্ঠুর হাসি।
প্রিয়তমা তুমি মজা নিয়েছো।
জগতের কাছে আমাকে অপরাধী বানিয়েছো।
অপরাধী হিসাবে আমায় দেখতে তোমার এত সুখ!
আমায় বিব্রত করে তোমার এতো আহ্লাদ!
তবে তাই হোক, তুমিই সুখী হও প্রিয়তমা।


নিজের বিবেকের কাছে কখনো রেখেছো কি প্রশ্ন?
কেন এই অবিচার আমার জন্য।

আমি ব্যথিত তোমার দেওয়া আঘাতে।
আমি ব্যথিত তোমার অন্যায় আচরণে।
আমি ব্যথিত তোমার নিষ্ঠুরতায়।
আমি ব্যথিত তোমার ব্যবহারে।


তবুও আমি একটুও পড়িনি ভেঙে।
তবুও আমি হারায়নি নিজের স্বকীয়তা।
তবুও আমি ভুলিনি আমার কর্তব্য বোধ।

আমি ভালো নেই প্রিয়তমা , তুমি ভালো থেকো।
এতটুকু ঘৃণা নেই তোমার প্রতি সেটুকু বিশ্বাস রেখো।
যদিও তুমি ছেড়েছো হাত মাঝ পথে,
ভুল অভিযোগে ভুল অভিমানে গিয়েছো সরে।
তবু তুমি ভালো থেকো,সুখে থেকো নিজের মতো করে।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা ও ছন্দে দারুন
উপভোগ্য কবিতা।
ধন্যবাদ কবিকে।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা সহ শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: সমাজের প্রতিটা মানূষই ভালো থাকুক।

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৯

ইসিয়াক বলেছেন: আপনিও ভালো থাকবেন।
শুভকামনা।

৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩

নেওয়াজ আলি বলেছেন: Beautiful pome

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।

৪| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৪

বজলুর রহমান কাদের বলেছেন: সুন্দর একটা কবিতা অনেক ভালো লাগলো।

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫১

ইসিয়াক বলেছেন: বজলুর রহমান কাদের ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো্।
শুভকামনা।

৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতাটির থেকে পেন্সিল স্কেসটা বেশী ভাল। চালিয়ে যান।

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৩

ইসিয়াক বলেছেন: নুরুলইসলা০৬০৪ ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ।
ভালো থাকুন সবসময়।

৬| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

আরাফাত হোসেন (পলাশ) বলেছেন: ভালো লাগলো........

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৪

ইসিয়াক বলেছেন: আরাফাত হোসেন (পলাশ) আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ।
ভালো থাকুন আপনজন নিয়ে।
শুভকামনা।

৭| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

প্রেক্ষা বলেছেন: আজ মন খারাপের কবিতা কেন??

কবিতায় মুগ্ধতা

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৬

ইসিয়াক বলেছেন: আমি তো সব রকমই লিখি আপু।
আর কোন সময়ই মন আমার খুব একটা খারাপ থাকে না। মন খারাপ হলেও আমি অন্য কোন ব্যস্ততায় মনকে ভালো রাখার চেষ্টা করি।
মন খারাপ মানেই হতাশা।
আমি হতাশাকে এড়িয়ে চলি।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

৮| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৬

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন প্রিয় সেলিম ভাই।

৯| ২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন ইসিয়াক ভাই।
শুভকামনা জানবেন।

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩১

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
নতুন একটা গল্প লিখছি। আশা করি পড়বেন।

১০| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতাটা আবার পড়তে এলাম।

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু। শুভকামনা রইলো।

১১| ২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৫

শের শায়রী বলেছেন: এটাই তো জগতের নিয়ম কবি প্রিয়তমারা সব সময় ভালো থাকে খারাপ থাকে প্রিয়তমরা। দুঃখের কিছু নাই কবি। ল ইজ ল। :)

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

ইসিয়াক বলেছেন: হা হা হা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাইজান/প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.