নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মানুষের হোক জয়

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৬


টুকটুকে লাল শাড়ি পড়েছো কেন?
তুমি যেনো কনে বউ মুখ লুকানো।

আমায় দেখে কি তবে এত লাজ এলো?
এবার না হয় লাজ ভুলে মুখটা তোল।

পুরানো প্রেম এসো তবে নেই ঝালিয়ে।
প্রেম দিয়ে দুঃখ যত দাও ভুলিয়ে।

ফুটেছে ফুল দেখো কানন ভরে।
গাছে পাখি গাইছে গান মহাসরবে।

মানুষগুলো শুধু আজ ঘরবন্দী।
বাইরে যাবার ছুতোয় নানা ফন্দি।

চেয়ে দেখো পৃথিবী বড় মোহময়।
দুর হোক মহামারি মানুষের হোক জয়।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৩

নীল আকাশ বলেছেন: হাতে আঁকা ছবি এত নিখুত হয়?

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: হ্যাঁ ,প্রিয় নীল আকাশ ভাই ছবিটা অসাধারণ নিঁখুত।
পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা।

২| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৫

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুন । +

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো নেওয়াজ ভাই।

৩| ২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১০

নূর আলম হিরণ বলেছেন: ভালো।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৮

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো নূর আলম হিরণ ভাইয়া।

৪| ২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর। প্রানবন্ত।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।

৫| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছবি ও কাব্যে ভালোলাগা।
শুভকামনা জানবেন।

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪২

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.