নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ইফতারের মহাভোজ

৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৮


ইফতার মানে হলো রাজকীয় মহাভোজ।
রোজা রেখে বারেবারে তাই নিয়ে যতো খোঁজ।

আলুর চপ,পেঁয়াজু,সমুচা,কাবাব,বেগুনী,
জিলাপী, হালিম,পাকুড়া ,দইবড়া,ঘুঘনী।

ফলের মধ্যে পেঁপে ,খেজুর ,পেয়ারা ও তরমুজ।
দইটা এলো কিনা তাই নিয়েও চলে খোঁজ।

চিড়ে দই সাথে চিনি ও ফলের বিশাল এক সমাহার,
পিৎজা, মোগলাই, গোটা কয়েক বার্গার।

খাবারের আয়োজনে বারেবারে জিভে জল,
খোকা হাসে খুকি হাসে, করে নানা কোলাহল।

মিষ্টি যদি না থাকে কিসের আর ইফতার!
কালোজাম চমচম না হলে কি জমে আর?

সবতো হলো তবে গ্রিল আর নান কই?
চলে মন কষাকষি বেঁধে গেলো হইচই।

নুডলস না হলে পরে খোকা খুকু মন ভার,
ফালুদা লাচ্ছি আইসক্রীমও দরকার।

কষা মাংস, টিকিয়া, রেজালা আর পোলাও,
সেই সাথে এসে গেলো প্রিয় বোরহানীটাও।

শেষটায় ক্রীমে ভরা মজাদার কফি চাই ই চাই
রোজা রেখে মিলে মিশে এসো ইফতার করি ভাই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: জানিনা এত খাবার কারা খায়?
তবে আয়োজন জব্বর হয়ছে। কাব্যও ততোধিক।

শুভকামনা রইল।

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

ইসিয়াক বলেছেন: সকাল বেলাতে একটা ছড়া মতো পড়ছিলাম। বেশ অগোছালো।
মনে হলো খাবার নিয়ে আমি একটা কিছু লিখি। যেহেতু রমজান চলছে সেহেতু ইফতার নিয়েই লিখলাম।
পাঠে মন্তব্যে ও লাইকে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

২| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: ইসরে পেটুকের দেশে আছিরে

০২ রা মে, ২০২০ সকাল ৯:৩১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: ইফতারে অনেক খাবার খাওয়া ঠিক না।
আমি খুব সামান্য খাই।

০২ রা মে, ২০২০ সকাল ৯:৩২

ইসিয়াক বলেছেন: আপনি ইফতার করেন? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.