নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বৈশাখ মাসে ভর দুপুরে
দুলছে গাছে আম।
পাড়তে গিয়ে দুষ্টু খোকার
ছুটে গেল ঘাম।
এদিক চায় ওদিক চায়
এলো বুঝি কেউ।
ফাঁকা মাঠে গোলটি দেবে
মনে খুশির ঢেউ।
লক্ষ ভেদে নাজেহাল
আমের নাই দেখা।
মেজাজ গরম হলো বড়ই
যায় না ধরে রাখা।
ঠিক করলো উঠবে গাছে
যা হবার তা হবে।
কাঁচা আমের নাগাল ঠিকই
গাছে উঠলে পাবে।
আম ঝালাই খাবে ভেবে
জিভে এলো জল।
নুন,লঙ্কা, সরষে মাখা
রসে টলমল।
যেই ভাবা সেই কাজ
পড়লো উঠে গাছে।
চিকন ডালে পা বাড়াতে
পড়লো ধপাস নিচে।
ছুটে এলো প্রতিবেশি
আপন মানুষ যত।
খোকা ভয়ে কেঁদে দিলো
খেয়ে থতমত।
০১ লা মে, ২০২০ রাত ৮:১২
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
শুভ সন্ধ্যা
২| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দারুন শিশুতোষ ছড়া
শিশুদের সাথে বুড়োদেরও
পড়তে ভালো লাগবে।
ধন্যবাদ কবি ওছাড়কার
০১ লা মে, ২০২০ রাত ৮:১৩
ইসিয়াক বলেছেন: নূরু ভাই আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।
৩| ০১ লা মে, ২০২০ রাত ৮:০৮
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।
০১ লা মে, ২০২০ রাত ৮:১৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
শুভকামনা।
৪| ০১ লা মে, ২০২০ রাত ৮:১৭
ডার্ক ম্যান বলেছেন: পদ্য লেখা সহজ কাজ নয়। কিন্তু আপনি সাবলীলভাবে করে যাচ্ছেন
০১ লা মে, ২০২০ রাত ৮:২৮
ইসিয়াক বলেছেন: ডার্ক ম্যান আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অনেক অনেক অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভ সন্ধ্যা।
৫| ০১ লা মে, ২০২০ রাত ৯:০৫
শের শায়রী বলেছেন: কবি এই গুলা সব থেকে ভালো লাগে আমার। আর ব্যাক্তি জীবনে আমি সুকুমার এর ভক্ত। মুগ্ধ পাঠ।
০২ রা মে, ২০২০ সকাল ১০:৩৩
ইসিয়াক বলেছেন: প্রিয় ভাইজান আপনে আর আমার মইধ্যে কি মিল! কি মিল!
আপনেরে সামনে পাইলে আমি একটা চিমটি কাইট্যা দিতাম পিচ্চি কালের লাহান ।
৬| ০১ লা মে, ২০২০ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: এক সময় আপনি আর আমিও খোকা ছিলাম।
০২ রা মে, ২০২০ সকাল ১০:৩৫
ইসিয়াক বলেছেন:
ছোট্ট বেলায় ছিলাম খোকা,
এখন হয়েছি বোকা।
শুনতে হয় মাঝে মাঝে
আমায়,একরোখা।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
অধীতি বলেছেন: শিশুতোষ পদ্যগুলো ভালো লাগে।