নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

টুকরো কাব্য

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১০


[১]
#বিরহ কাব্য=১
****************
কবে তুমি বলবে কথা,
কবে নেবে ভাব?
হৃদয় মাঝে সকাল সাঝে
তোমারই অভাব।

[২]
#বিরহ কাব্য=২
****************
প্রতিদিন দেখি প্রিয়
তোমার মুখখানি,
তুমি যে আমার নও
সেকথাটিও জানি।
দেখে দেখে চোখ জুড়াই
মন ভরাই কিসে।
বিরহে কাতর হই
তোমায় ভালোবেসে।

[৩]
সাতরং
********
তোমায় একটা গোলাপ চেয়েছিলাম দিতে,
কিন্তু হঠাৎ মনে এলো দ্বিধা।

কি রং পছন্দ তোমার প্রিয়তমা?

লাল,কমলা,হলুদ, গোলাপি না অন্য কোন রং?

ভুল রঙে যদি তুমি ভুল বোঝ আমায়!

না হয় নাইবা দিলাম কোন ফুল উপহার।
তুমি শুধু মনের মধ্যে থেকো,
হয়ে সাতরং।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৯

রূপম রিজওয়ান বলেছেন: কেমন আছেন ভাই?
যদিও কবিতার 'ক'ও পারি না,তবে পাঠক হিসেবে বলতে পারি দিন দিন আপনার কবিতার হাত আরো দারুণ হচ্ছে। মাঝে কদিন আগে তো কয়েকটা গল্প লিখেও মুনশিয়ানা দেখিয়েছিলেন। ++
সুস্থ আছেন আশা করি। শুভকামনা জানবেন।

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

ইসিয়াক বলেছেন: রূপম রিজওয়ান [ছোট ভাইয়া] তোমাকে সত্যি সত্যি খুব মিস করি। আমি জানি তুমি পরীক্ষার জটিলতায় আটকে পড়েছো্। তোমার পোষ্ট ও খুব মিস করি। নিশ্চয় ভালো আছো্ ।মাঝে মাঝে তুমি আমার পোষ্টে লাইক দাও কিন্তু তোমার মন্তব্য পাই না।সবসময় পাশে থাকো এজন্য অশেষ কৃতজ্ঞতা ভাইয়া।
আমার লেখা তোমার ভালো লাগে জেনে আমি সত্যি সত্যি অনুপ্রাণিত। আমাকে তুমি সত্যি সত্যি ঋণী করে দিলে । সাবধানে থেকো ।ভালো থেকো।
শুভকামনা রইলো।

২| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঙ্কু বলেছেন: এই তুমি-ডা কিডা? :||

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: চাঙ্কু আপনি কেমন আছেন? আপনি জানতে চেয়েছেন এই তুমি-ডা কিডা?
# তারেই তো আমি খুঁজতেছি। পাইলে জানামুনে :P
শুভসন্ধ্যা

৩| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২৬

ডার্ক ম্যান বলেছেন: বিরহের রংধনু আজ হৃদয় জুড়ে

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা।

৪| ০২ রা মে, ২০২০ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: Excellent

০২ রা মে, ২০২০ রাত ৮:৪২

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভসন্ধ্যা।

৫| ০২ রা মে, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: এত বিরহ কেন??
প্রেম ভালোবাসা হতাশা বা বিরহ পড়ে হবে। আগে করোনা থেকে বাচতে হবে।

০৪ ঠা মে, ২০২০ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

৬| ০২ রা মে, ২০২০ রাত ৯:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০৪ ঠা মে, ২০২০ সকাল ৯:৫৩

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা।

৭| ০২ রা মে, ২০২০ রাত ১১:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: “দেখে দেখে চোখ জুড়াই”ছবি দেখে নাকি বাস্তবে দেখে!

০৪ ঠা মে, ২০২০ সকাল ৯:৫৬

ইসিয়াক বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: “দেখে দেখে চোখ জুড়াই”ছবি দেখে নাকি বাস্তবে দেখে!

ছবি এবং বাস্তব দুটোতেই চোখ জুড়াই ভাইয়া। :(
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.