নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ঘরবন্দী জীবন এখন
হলো যে শাঁখের করাত।
একে একে ভান্ড খালি
ফুরালো হাড়ির ভাত।
ক্ষুধার জ্বালায় শিশু কাঁদে,
চিন্তায় শিশুর মা।
করোনা প্রকোপে জীবন জটিল
নানান হাঙ্গামা।
হাত পাতবে মধ্যবিত্ত
সে অভ্যাস তো নাই।
বাড় বাড়ন্ত ছুটির ফাঁদে
বেঁচে থাকাই দায়।
বিত্তশালীর উপদেশ
শুনতে ভারী মজা
বাস্তবতা বড়ই কঠিন
নয়তো সরল সোজা।
স্টে হোম স্টে হোম
চিচিং ফাঁকের খেলা।
বিত্তশালীর সমস্যা নেই
ভুক্তভোগীর জ্বালা।
রাজামশায় সবই জানেন
কি জানে কি বোঝে?
মধ্যবিত্তর নাভিশ্বাস
বাড়ছে সকাল সাঝে।
০৪ ঠা মে, ২০২০ সকাল ৯:৫৭
ইসিয়াক বলেছেন: পেটে কিছু না থাকলে মাথা ঘোরে। কিছুই করতে ইচ্ছা করে না।
২| ০৩ রা মে, ২০২০ রাত ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: সমকালিন বাস্তবতা আপনার কবিতায় ফুটে উঠেছে ভাই
০৪ ঠা মে, ২০২০ সকাল ৯:৫৯
ইসিয়াক বলেছেন: কিছু কিছু মানুষের কঠিন অবস্থা চলছে। রাষ্ট্রর কর্ণধারেরা যে কি চান, সেটা তারা নিজেরাই জানেন না।
৩| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর কবিতা।সুকান্তের কবিতার কথা মনেপড়ে যায়।
০৪ ঠা মে, ২০২০ সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৪| ০৩ রা মে, ২০২০ রাত ১০:২৯
নেওয়াজ আলি বলেছেন:
০৪ ঠা মে, ২০২০ সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন: আপনার হাতের লেখা তো খুব সুন্দর।
চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভকামনা।
৫| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:৩২
নীল আকাশ বলেছেন: শেষ শব্দটা ঝাঁজে হলে কেমন লাগতো? জাস্ট জানার জন্য বলছি!
ছড়া ভালো হয়েছে।
০৪ ঠা মে, ২০২০ রাত ৮:১০
ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় নীল আকাশ ভাইয়া।
তাহলে শেষ প্যারাটা নতুন করে ভাবতে হবে।
ছড়া ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২০ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: ঘরবন্ধী সময়টা কাজে লাগান। ধুমায়া বই পড়েন।