নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তোমার একটু উষ্ণ স্পর্শের লোভে
আমি কত বার করেছি নিষিদ্ধ গণ্ডি পার।
তোমার ইচ্ছের পান পাত্র ভরাবো বলে
কত বার আমি হয়েছি ঘরের বার।
তোমায় একটু নিজের করে পাবো বলে
কত রাত করেছি ঘুম হারাম।
আকাশ সাক্ষী ,
বাতাস সাক্ষী,
সাক্ষী রাতের চাঁদ ও তারা।
সাক্ষী এই পোড়া শহর ,
সাক্ষী ঘুম ভাঙা ভোর ,ক্লান্ত দুপুর,নিশুতি রাত।
তুমি একটুও খোঁজ নেবার প্রয়োজন টুকু বোধ করলে না প্রিয়।
তীব্র দহনে তোমার বিরহে,আমি পুড়ে গেছি অহর্নিশ।
সবাই তো সবার মতো-
বসন্তের কোকিলেরা হয়েছে নিয়মিত,
বনের ফুল ও পাখিরা ফুটেছে, গাইছে মহা আহ্লাদে।
জলের ঢেউ কি কখনো হয়েছে এমন
বাতাসের দোলায় ওঠেনি দুলে?
আকাশের মুখ যদিবা কখনো হয়েছে ভার
ঠিকই তো অভিমান গুলো ঝরিয়ে আবার হয়েছে আলোকিত।
তোমাতে চিত্ত আমার কতটা অস্থির,
সেই উচাটন মনের গলিতে তুমি একবারও উকি দিলে না প্রিয়।
আমি কি এতটাই অপাংক্তেয়
যে আমার দিকে একটিবার ফিরে তাকালেও দোষ।
০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:৪৬
ইসিয়াক বলেছেন: ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ভালো লেগেছে জেনে মনটা ভরে গেলো। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।
২| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:০৪
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো রাজীব নুর ভাই।
৩| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ,ভালো লাগল
০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৫৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা।
ধন্যবাদ।
৪| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:১০
আল-ইকরাম বলেছেন: ইসিয়াক ভাই কবিতাটি পড়লাম। মনোযোগ দিয়েই পড়লাম। ভাল লেগেছে। যে টুকু বুঝার চেষ্টা করেছি তা হলো লেখক এই কবিতাতে কোনো নারী হৃদয়ের অব্যক্ত অনুভূতি ও হাহাকারের কথা ব্যক্ত করেছেন। কিন্তু বনেরর ফূল এটা বুঝতে পারলাম না। এথানে কি বনের ফুল হবে? শুভ কামনা রইল।
০৪ ঠা মে, ২০২০ রাত ৮:০২
ইসিয়াক বলেছেন: আল-ইকরাম ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি একজন মনোযোগী পাঠক সেটা আবারো প্রমানিত হলো।
আপনার মন্তব্যে সত্যি সত্যি ভালো লাগা। ভুল ঠিক করে দিচ্ছি।
শুভকামনা।
৫| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:২৩
নীল আকাশ বলেছেন: সুন্দরী প্রেমিকারা বসন্তের কোকিলের মতোই উঁকিঝুঁকি দেয়!
কিন্তু বসন্ত শেষ হলে আর এই কোকিলাদের পাওয়া যায় না।
০৪ ঠা মে, ২০২০ রাত ৮:১১
ইসিয়াক বলেছেন: হা হা হা .......।।স্বার্থের দুনিয়া।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
৬| ০৫ ই মে, ২০২০ সকাল ৯:৩২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা পড়ার বয়স পেরিয়ে গেছে,তাই কবিতা বড়একটা বুঝিনা।তবু পড়ি।
০৫ ই মে, ২০২০ বিকাল ৫:৫৮
ইসিয়াক বলেছেন: আমার কবিতা পড়েন এটাই অনেক ভাইয়া।
নিয়মিত পাশে থাকেন এতেই আমি অনেক অনুপ্রেরণা পাই।
কৃতজ্ঞতা সহ শুভকামনা রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:২২
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: ভালো লাগল