নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
জলে ভাসা পদ্ম নই আমি
জলে ভাসি না।
তোমার চোখে ভাসতে চাইলাম ,
তুমি তো দিলা না।
বুকের জ্বালা বুকে রইলো
ক্ষত রইলো অন্তরে।
ছিলো আশা বাঁধবো বাসা
তোমার বন্দরে।
সুখ নাই তো এই ভালে যখন
দুঃখটারেই সই।
তোমার দেয়া ব্যাথার পাহাড়
আপন করেই লই ।
০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৩১
ইসিয়াক বলেছেন: কি জ্বালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পুড়ে।
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পুড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালঙ্কের উপরে
সিঁথির সিন্দুরে রাখিব বন্ধুরে,
মিলিয়ে রেশমী ডোরে।
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী
না ডাকি ননদিনীর ডরে।
নারীর প্রেম গেছে, কি টোনা কইরাছে,
বস্ত্র খসি খসি পড়ে,
কহে আসগর আলী, সাধু শত জনে,
উদাসী বানাইল মোরে।
২| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৪৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো নেওয়াজ ভাই।
শুভসন্ধ্যা
৩| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: জামেলা বিহীণ সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
০৪ ঠা মে, ২০২০ রাত ৯:২০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটির মতো সুন্দর হয়েছে কোপ্তা।
কিন্তু নজর না লেগে যায়....