নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মানুষ

০৬ ই মে, ২০২০ সকাল ৭:০৬


এই যে মানুষ !
শুনছো?
হ্যাঁ তোমাকে বলছি।
আচ্ছা তুমি ভেবে দেখেছো কি?
তোমার এই পূর্ণ যৌবন ভরা নাদুস নুদুস অবয়ব।
তোমার এই সৌম্য কান্তি চেহারা।
এর ঠিক নিচে লুকিয়ে আছে কুৎসিত কঙ্কাল।

মাখন মোলায়েম দেহ তোমার।
তুমি তাতেই ব্যস্ত প্রতিটি ক্ষণ।
অহংকারে কর পালিশ এবং পালিশ।

সাবান শ্যাম্পুতে ধুয়ে মুছে একাকার।
বলতো কেন?
কেন এতো সাজসজ্জা?
ভেবেছো কি?

মোহ!
জেনে রেখো মিছে মোহ সব।
দেহকে নয়, মনকে করো কালিমা মুক্ত।
পরিচ্ছন্ন।
মানুষের করো কল্যাণ, হও নিবেদিত প্রাণ।

ভেবে দেখো এই নশ্বর পৃথিবীতে তুমি,
অবিনশ্বর তো নও।

তোমার কর্ম কাল তো ক্ষণস্থায়ী।
সুযোগটা কাজে লাগাও।

নিজেরে করো উন্নততর,
মনন, মানসিকতা এবং মানবিকতায়।

চিরকাল রয়ে যাবে তোমার কর্মফল।
যা ভালো বা মন্দ,
যা তুমি অর্জন করবে তোমার এক জীবনে।

জেনে রেখো,
বুকের দম ফুরালেই তুমি ফুস।

এই দেহ তট খাবে কুরে কুরে যত পতঙ্গ ও কীট।
অথবা আগুনের লেলিহান শিখা।
তবে কিসের এত গৌরব, কিসের এত ঠাঁট।
ভেবেছো কি? ভাবো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ সকাল ৮:৩৫

জাফরুল মবীন বলেছেন: মোহ ও অহংকার কোনটিই ভালো নয়।কবিতায় কথাগুলো ফুটে উঠেছে।ধন্যবাদ কবি।

০৬ ই মে, ২০২০ সকাল ৮:৪৩

ইসিয়াক বলেছেন: জাফরুল মবীন ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভকামনা।
শুভ সকাল।

২| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: ভালো সুন্দর কবিতা।

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:৩১

নেওয়াজ আলি বলেছেন: লোভে পাপ । পাপে মরণ ।

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.