নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গলির ধারের ছেলেটি

০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৮


ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত ।
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।

রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা।
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।

গলির ধারের ওই ছেলেটি সদা হাস্যময়।
হরেক রূপের বাহার দেখে অবাক চেয়ে রয়।

যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা।
জগতের যত হিসাবনিকাশ, জটিল এক ধাঁধা ।

তার ঘরে জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে।
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে তাকে কি দিয়ে।

হাজার টাকার বাজি পোড়ে ,লক্ষ টাকার তেল,
সুদৃশ্য অট্টালিকাও সাজে ! হায় বিধাতার খেল।

একলা বসে আপনমনে , ছেলেটি শুধু ভাবে।
কি হবে আর এসব ভেবে ! কেইবা তাকে দেবে।

জীবন যখন এমন করে খেলে নিঠুর খেলা।
কোথাও রঙিন কোথাও আবার সম্পূর্ণ একেলা।

রিপোষ্টঃ কবিতাটি রচনাকাল ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫২

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

ওদের জন্য প্রার্থনা শুভকামনা।

০৭ ই মে, ২০২০ রাত ৮:২৫

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
হ্যাঁ অবশ্যিই ওদের জন্য প্রার্থনা আর শুভকামনা্।

২| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: বাচ্চাটার জন্য অনেক মায়া লাগছে ইসিয়াক ।

০৭ ই মে, ২০২০ রাত ৮:২৭

ইসিয়াক বলেছেন: আপু সত্যি এধ রনের বাচ্চাদের জন্য আমারো খুব মায়া লাগে। এক সময় আমার খুব ইচ্ছে ছিলো পথ শিশুদের জন্য কিছু করবো।
ভবিষ্যতে করবো বলে ইচ্ছা আছে। দেখা যাক কি করতে পারি। শুভকামনা।

৩| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা তো একরকম হয়েছে। কিন্তু ছবিটা দেখে আর কিছু বলার মতো মানসিকতা নেই। নির্মম বাস্তবতার এমন ছবি না দিলেই কি নয়?

০৭ ই মে, ২০২০ রাত ৮:৩০

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা বলে সম্বোধন করতে আর মোটেও ইচ্ছা করছে না।
কি বলে ডাকি বলুনতো? আপনি জানেন সবই। উত্তরের অপেক্ষায় । =p~

৪| ০৬ ই মে, ২০২০ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: আহারে------

আমরা সবাই যদি দুই জন করে দরিদ্র মানুষের দায়িত্ব নেই। তাহলে আমাদের দেশে আর কোনো দরিদ্র মানুষই থাকবে না।

০৭ ই মে, ২০২০ রাত ৮:৩১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই মে, ২০২০ রাত ৮:৩২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ।

০৭ ই মে, ২০২০ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

৬| ০৬ ই মে, ২০২০ রাত ৯:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই ছেলেটির এই অবস্থার জন্য যে সমাজ ব্যাবস্থা দায়ী,তাকে আইনের কাঠগড়ায় দাড় করানো হোক।

০৭ ই মে, ২০২০ রাত ৮:৪৫

ইসিয়াক বলেছেন: এরকম অনেক অনেক শিশু আছে ভাইয়া। এজন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী ।
ধন্যবাদ

৭| ০৭ ই মে, ২০২০ রাত ১২:০৬

শের শায়রী বলেছেন: কবি কি বলব আসলে, বলার মত কিছু নাই। কবিতায় কষ্টগুলো জাগরূক হল।

০৭ ই মে, ২০২০ রাত ৮:৪৬

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
নিরন্তর শুভকামনা।

৮| ০৭ ই মে, ২০২০ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: দেশের প্রায় সব গলিতেই এরকম ছেলে মেয়ে আছে। অথচ আমাদের দেশ নাকি উন্নয়নের মহাসড়কে।

০৭ ই মে, ২০২০ রাত ৯:০২

ইসিয়াক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.