নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মেঘের ভেলায় ভাসিয়ে দিলাম
আমার ইচ্ছেগুলো।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
ঝড়ো বাতাসের উত্তাল হাওয়ায়
ছড়িয়ে দিলাম আমার ভালোবাসা।
তুমি না চাইলেও তোমায় ছুয়ে দিতে
আমার এই অযাচিত কাছে আসা।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
তোমার অবজ্ঞা আর অবহেলায়
আমি বিরহকাতর।
তোমার দেওয়া আঘাতে
আমি আজ নিরেট পাথর।
তবু আমি ভালোবাসি শুধু তোমাকেই।
তবু আমি সুখ পাই শুধু তোমাতেই।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
জন্মান্তরে যদি বিশ্বাস করো
আমি আছি প্রতি জনমে।
স্বর্গ যদি বিশ্বাস করো
আমি আছি স্বর্গধামে।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
# গীতি কবিতা -২
এটি আমার গান লেখার দ্বিতীয় প্রচেষ্টা। আশাকরি সকলের ভালো লাগবে।
০৮ ই মে, ২০২০ রাত ৮:০৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই মে, ২০২০ রাত ১০:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: নুতন প্রচেষ্টা অব্যাহত থাকুক.....
০৮ ই মে, ২০২০ রাত ৮:০৫
ইসিয়াক বলেছেন: আপনার অনুপ্রেরণা আমার জন্য অনেক কিছু্ প্রিয় জা....বা।
নিরন্তর শুভকামনা।
৩| ০৮ ই মে, ২০২০ রাত ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৮ ই মে, ২০২০ রাত ৮:০৬
ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় সেলিম ভাই্
৪| ০৮ ই মে, ২০২০ রাত ১১:১০
কাওসার চৌধুরী বলেছেন:
গীতি কবিতার চমৎকার গীত। এতো প্রেমিকার কাছে আত্মসমর্পণের পণ। এমন প্রেমিক কয়জন আছে এ বঙ্গে? তুমি যতই আঘাত করো না কেন আমি ততোই তুমিতে ডুবে মরবো। এ মোর আজন্ম পণ। একটা সাচ্চা প্রেমিক বটে!
০৯ ই মে, ২০২০ সকাল ১১:০৩
ইসিয়াক বলেছেন: প্রিয় কাওসার চৌধুরী ভাইয়া,
আপনার মন্তব্য পেয়ে মনটা সত্যি সত্যি ভরে গেলো।
পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২০ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: মোটামোটি।