নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সুদীর্ঘ লক ডাউন ও হোমকোয়ারেন্টাইন শেষে
দেখা তোমার সাথে প্রিয়তমা।
তুমি এত দিনের বিরহ শেষে প্রস্তাব রাখলে,
সীমিত আকারের প্রেমের।
প্রেমে আবার সীমিত করণ কি?
সীমিত আকারের কোন কিছুতেই বিশ্বাসী নই আমি।
আর এতো প্রেম,
প্রেম হবে বাঁধ ভাঙা,উদ্দাম ,খরতর স্রোতস্বিনী সম।
অনেক হয়েছে ,
এবার আমি চাই পরিপূর্ণ ছোঁয়াছুঁয়ি ও চুম্বন।
অতৃপ্ত বাসনা নিয়ে
মাঝ পথে থেমে যেতেও রাজী নই আর।
আমার চাই বাধ ভাঙা জোয়ারের প্রেম।
আমার পোষাবে না এমন সীমিত করণ আহ্বান।
আমি পরিপূর্ণতায় বিশ্বাসী।
তুমি যদি চলে যেতে চাও?
তো যেতে পারো।
আমি খুঁজে নেবো অন্য কোন পথ।
তবুও মানবোনা তোমার এই অবাস্তব সীমিত করণ আহ্বান।
১০ ই মে, ২০২০ দুপুর ২:৩৩
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
২| ১০ ই মে, ২০২০ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
১০ ই মে, ২০২০ দুপুর ২:৩৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই মে, ২০২০ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি ও একমত এই বিষয়ে এ ক্ষেত্রে আমার সবটাই চাই।
আমি সীমিত আকারে ব্যবহার করেছি সুকৌশলে।
১১ ই মে, ২০২০ ভোর ৬:০১
ইসিয়াক বলেছেন: পাঠে লাইকে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা প্রিয় সেলিম ভাই।
নিরন্তর শুভকামনা।
৪| ১০ ই মে, ২০২০ রাত ৮:৩৩
শের শায়রী বলেছেন: কবির দেখি করোনা স্প্রেড করার ভাবনা
১১ ই মে, ২০২০ ভোর ৬:০২
ইসিয়াক বলেছেন: হা হা হা ........প্রিয় ভাইজান বাঙালী করোনার চাইতে শক্তিশালী ।
৫| ১৩ ই মে, ২০২০ ভোর ৬:৪০
আল-ইকরাম বলেছেন: এই কবিতাটি বেশ ভাল লেগেছে। তবে! শেষের চার লাইন চাইলে অন্য ভাবেও লিখতে পারতেন। প্রেম কি এতোটাই ছেলে মানুষী কান্ড? যে ইচ্ছে হল আর বললাম, ’যাও তোমার সাথে আর খেলবো না’। অধিকার ছেড়ে দিবেন কেন? আদায় করে নিবেন। শুভ কামনা অগনিত।
১৬ ই মে, ২০২০ সকাল ১১:০১
ইসিয়াক বলেছেন: চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২০ দুপুর ১২:০৩
নেওয়াজ আলি বলেছেন: লকডাউন শেষে অসীম হোক ভালোবাসা । এখন নয়।