নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মা

১০ ই মে, ২০২০ দুপুর ২:৫৫


একলা থাকি একলা জাগি মনটা ছুটে যায়।
মা গো তুমি কোথায় গেলে? কোন অজানায়?

তোমায় ছাড়া ঘুম আসেনা। ভয় লাগে মনে,
বুকটা কেবল হাহা করে গভীর সঙ্গোপনে।

রাত্রি গুলো তোমায় ছাড়া অসীম অন্ধকার?
মাগো তুমি প্রতিটা সময় একান্ত আপনার।

বোঝার আগে দেখলাম আমি তোমার নিথর দেহ।
আর ফিরবে না সে কথাটা, জানায়নিতো কেহ।

ফিরবে আবার ভাবলাম আমি, তোমার ছোট্ট খোকা।
সান্তনা দিলো ,সকলে বলল, কাঁদিস কেন বোকা।

কাঁদিনি আমি। আশায় ছিলাম। তুমি ফিরবে আবার।
কোলে চড়ে আদর খাবো লোভ ধরাবো সবার।

ফিরলে না কেন? অভিমান? কি করেছি আমি?
তুমি না আমার ছোট্ট মেয়ে ?রাখো তো পাগলামী।

বাতাস বহে দুর শনশন ,ওরে বাতাস শোন।
খোঁজ নিয়ে জানাস তো ,মা! আছে গো কেমন?

মেঘ তুমি ছুটে ছুটে চলো, লক্ষ পারাপার।
আনতে পারবে ফিরিয়ে তুমি মাকে আমার?

চাঁদ তুমি মামা হও ,মা কিন্তু বলেছিলো।
কোথায় আছে মাগো আমার? তোমায় জানালো?

কেন কথা বলছো না কেউ তাহলে কি ঠিক!
মা কি সত্যি হারিয়ে ফেলেছে ,আমার পথের দিক?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:০৬

করুণাধারা বলেছেন: মনে গভীর হাহাকার জেগে উঠলো ইসিয়াক। চমৎকার প্রকাশ!!

++++

১১ ই মে, ২০২০ ভোর ৬:০৩

ইসিয়াক বলেছেন: আপু ,
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভ সকাল।

২| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

১১ ই মে, ২০২০ ভোর ৬:০৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই মে, ২০২০ রাত ৮:৫২

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর ।

১১ ই মে, ২০২০ ভোর ৬:০৫

ইসিয়াক বলেছেন: পৃথিবীর সব মায়েরা ভালো থাক।

৪| ১৩ ই মে, ২০২০ ভোর ৬:২৯

আল-ইকরাম বলেছেন: ইসিয়াক ভাই, আমি অতি সামান্য একজন মানুষ। তবু বলতে ইচ্ছে করে, কবিতায় ছন্দ থাকলে পড়তে ভাল লাগে সত্য। কিন্তু কিছু কবিতা ছন্দ ছাড়াও কেবল ভাব আর অনূভূতি আবেশে মনকে মুগ্ধতায় ভরিয়ে দেয়। তখন সেখানে ছন্দের প্রয়োজন হয় না। আপনি ভাল লেখেন। তাই আপনার কাছে আরও ভাল লেখা কামনা করি। শুভেচ্ছা অগনিত।

১৬ ই মে, ২০২০ সকাল ১১:০৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.