নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সাঁঝবেলা

১১ ই মে, ২০২০ ভোর ৫:৫৫


সূর্য তখনও যায়নি অস্তাচল ,
তবু, পূব আকাশে চাঁদের দেখা মেলে।

গোধূলির আলোয় সে যদিও কিছুটা নিস্প্রভ।

বকের ঝাঁক হঠাৎ তাড়াহুড়ায়,
ফিরে চলে আপন নীড়ের পানে।

ঘাট কিনারায় জল নিতে এলে কনে বউ,
লালচে আভা মেখেই হলো সারা।

লাজবতী সলাজ নয়নে তাকায়।
অবাক কান্ড!
সে যে লজ্জায় দিশাহারা!

মেঘের দল হঠাৎ পালটে রূপ,
রক্তিম আভা ধারণ করে নিজে।

সাঁঝ বেলাটা বড্ড গোলমেলে।

সন্ধ্যা ফুলেরা ফুটেছে বাগান জুড়ে ,
শোভা যেন ফুটে উঠেছে বাঁধ ভেঙে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

গান শুনুন।

১৬ ই মে, ২০২০ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: Excellent

১৬ ই মে, ২০২০ সকাল ১০:৪৭

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো মহী ভাই।

৩| ১৩ ই মে, ২০২০ ভোর ৬:১৩

আল-ইকরাম বলেছেন: পড়লাম। আমার তেমন একটা ভাল লাগেনি। তবে শেষের দু’লাইন ভাল না লাগা দূর করেছে। আমার নতুন কবিতা ”নিরীক্ষা বনাম ভালবাসা” পড়ার আমন্ত্রণ রইল। শুভ কামনা অগনিত।

১৬ ই মে, ২০২০ সকাল ১০:৪৯

ইসিয়াক বলেছেন: আমি দুঃখিত যে আপনার ভালো লাগেনি। তবে পরের কবিতাগুলো আরো মনোযোগ দিয়ে লিখতে চেষ্ট করবো। আপনি খুবই মনোযোগী পাঠক। এমন পাঠকই দরকার।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

৪| ১৩ ই মে, ২০২০ সকাল ৯:২৮

জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

১৬ ই মে, ২০২০ সকাল ১০:৫১

ইসিয়াক বলেছেন: জাফরুল মবীন ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
আপনার মতো গুনীজনের ভালো লেগেছে জেনে মনটা ভরে গেলো। অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.