নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তোমার অনলে জ্বলতে জ্বলতে
আমি হয়েছি অঙ্গার।
তোমার ভালোবাসা পাবার আশা
নিত্য হাহাকার।
আমার অভিমান দুঃখ ব্যথা
সব তোমায় ঘিরে।
আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও
ফিরে তোমারই দ্বারে।
এবার কি তবে হবে একটু সময়
আমায় ফিরে দেখার?
আমার কিন্তু খুব সাধ ছিলো
একান্ত তোমার হবার।
১৮ ই মে, ২০২০ ভোর ৬:০২
ইসিয়াক বলেছেন: মীর আবুল আল হাসিব আপনাকে আমার ব্লগে স্বাগতম। একটু দেরী হয়ে গেলো প্রতি মন্তব্য করতে সেজন্য দুঃখিত।
#কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
ভালোথাকুন সবসময়।
নিরন্তর শুভকামনা।
২| ১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই মে, ২০২০ ভোর ৬:০২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হয়েছে।
মীর আবুল আল হাসিব@ যারা ভাল কবিতা লেখে তাঁদের বউ কবিতার সমজদার হয়না।
১৮ ই মে, ২০২০ ভোর ৬:০৪
ইসিয়াক বলেছেন: ঠিক! ঠিক !ঠিক।
ঠিক বলেছেন লিটন ভাই। আপনিই আমার কষ্টটা বুঝলেন
৪| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
মীর আবুল আল হাসিব বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হয়েছে।
মীর আবুল আল হাসিব@ যারা ভাল কবিতা লেখে তাঁদের বউ কবিতার সমজদার হয়না।
==========================================================
বউ কবিতার মূল্য না দিক; ইসিয়াক ভাই তার বউ এর রাগ বরফ বানাতে বেশি সময় নেবে বলে মনে হয় না।
১৮ ই মে, ২০২০ ভোর ৬:০৪
ইসিয়াক বলেছেন: হা হা হা ......ধন্যবাদ ভাইয়া আবার ফিরে আসার জন্য।
শুভকামনা।
৫| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৪০
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা
১৮ ই মে, ২০২০ ভোর ৬:০৫
ইসিয়াক বলেছেন: শুভসকাল মহী ভাই।
ভালো থাকুন সবসময়।
৬| ১৭ ই মে, ২০২০ রাত ১:৩৯
আল-ইকরাম বলেছেন: বেশ লিখেছেন। দু’বার পড়লাম। আপনি লেখায় পটু বুঝা যায়। ছবিটিও কবিতার সাথে মানানসই হয়েছে। আমি টেক্স এর আগে বা উপরে ছবি সংযুক্ত করতে পারি না। একটু যদি বলে দিতেন! শুভেচ্ছা অগনিত।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৩৯
মীর আবুল আল হাসিব বলেছেন: যারা কবিতা ভালো জানে তাদের বিবাহিত জীবন নাকি সুখের হয়???
আপনার বউ আপনার উপর রাগ করে থাকতে পারবে না এই গ্যারান্টি আমি দিয়ে দিলোম।
কি রোমান্টিক রে বাবা!!!
দারুন কবিতা।