নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

হাটে যাবো

১৭ ই মে, ২০২০ বিকাল ৫:৩৫


হাটে যাবো হাটে যাবো
বড্ড মজা হবে।
সন্দেশ আর রাবড়ি খাবো
দুটো টাকা দেবে?

দাওনা মাগো এক আধুলি
ছোলা সিঙ্গাড়া খাবো।
খানিক খেয়ে বাকিটুকু
তোমায় না হয় দেবো।

শহর ময়রার গজা খেয়েছো?
বেশ কুড়মুড়ে খেতে।
ঘোষ বাড়ির আমও খাবো
হাটের পথে যেতে।

দিনুর সাথে ভাব জমালে
লাভের উপর লাভ।
ছানার জিলিপি দেবে খেতে
দয়ালু স্বভাব।

কিষাণ আমার বন্ধু জানো
খাওয়ায় ঝালমুড়ি।
আমিও তাকে সাহায্য করি
বেচতে তরকারি।

হাট মানে তো দারুণ ব্যস্ততা
বেজায় কোলাহল।
আমারও নানান কাজে
বাড়ে চলাচল।

মল্লিকাদি চাইগো কিছু?
লাগলে বলতে পারো।
রেশমিচূড়ি,আলতা ও টিপ
কত কিছু আরো।

চুড়ি খাড়ু সাজ বাহারি
বসেছে লেইস ফিতা।
অত কি আর চিনি আমি?
ভাবলে ধরে মাথা।

যেতে যেতে হাটের পথে
ধরবো ফড়িং কয়েক।
লাগবে কি তোর ছোটকা বলনা?
তিন অথবা দুয়েক।

বাবার সাথে সাঁঝবেলাতে
ফিরবো যখন ঘরে।
ক্লান্ত হয়ে ঘুম নামবে
আমার দুচোখ জুড়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া। এখনও গ্রামের হাটে যাবার জন্য বাচ্চারা বায়না ধরে।

১৮ ই মে, ২০২০ ভোর ৬:২১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

নেওয়াজ আলি বলেছেন: একরাশ মুগ্ধতা ।

১৮ ই মে, ২০২০ ভোর ৬:২২

ইসিয়াক বলেছেন: প্রিয় মহী ভাই, আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে ।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ।
ভালো থাকুন সবসময়।

৩| ১৭ ই মে, ২০২০ রাত ৮:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: পাঁপড় শিঙ্গাড়া জিলাপি নেই কেন? এই তিনটি আমার চাই চাই...

১৮ ই মে, ২০২০ ভোর ৬:২৮

ইসিয়াক বলেছেন:


অবুঝ খোকা


পাঁপড় ,শিঙ্গাড়া, জিলাপি দেবো
আর কি নেবে খোকা?
মিছে তুই কেঁদে বেড়াস
বড্ড অবুঝ ,বোকা।

৪| ১৮ ই মে, ২০২০ রাত ১২:০৫

ফেরদাউস আল আমিন বলেছেন: একটিই উপাধি; সুন্দর

১৮ ই মে, ২০২০ ভোর ৬:৩০

ইসিয়াক বলেছেন: ফেরদাউস আল আমিন আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা।
শুভকামনা।

৫| ১৮ ই মে, ২০২০ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো সেলিম ভাই।
নিরন্তর শুভকামনা।

৬| ১৮ ই মে, ২০২০ রাত ১:৩৫

মাস্টারদা বলেছেন: মধ‍্যে মাঝে তার ছিঁড়েছে হঠাৎ হোঁচট ছন্দে
তবুও তো মন ভরেছে শৈশব হেটো গন্ধে।

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্যের জন্য।
নিরন্তর শুভকামনা।

৭| ১৮ ই মে, ২০২০ রাত ১:৫৫

আল-ইকরাম বলেছেন: চমৎকার লিখেছেন। এতো ভাল কবিতা কিভাবে যে লেখেন জানি না। নিশ্চয় বহুদিনের চর্চা ও অনেক পড়া লেখা আছে। আমি ছন্দের কবিতা, ছড়া ইত্যাদির ভীষণ ভক্ত। শুভেচ্ছা অগনিত।

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন: কি যে বলেন প্রিয় আল-ইকরাম ভাই,
আমাকে আরো ভালো করতে হবে কিন্তু এর থেকে ভালো লিখতে পারছি না। ভবিষ্যতে চেষ্টা করবো আলো ভালো লিখতে যাতে আপনাদের ভালো লাগে।
নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.