নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা

১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৪৭


এক মুঠো ভাত দেবেগো মা ?পেটে বড্ড ক্ষুধা ।

পয়সা হলেও অসুবিধা নেই, দাও না গো দাদা।

দুদিন ধরে খেয়েছি কেবল, পানি আর একমুঠো মুড়ি।

অনেক তো আছে কমবেনা দিলে,বাসি ভাত তরকারী।

রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, নেই তাতে কোন দুখ।

ক্ষুধার জ্বালা বড় জ্বালা, অসহ্য মারাত্মক অসুখ।

দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।

দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।

#সামনে ইদ আমরা কি ভাবছি এসব ছিন্নমুল মানুষের কথা।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ক্ষুধা কি শুধু বাচ্চাদেরই লাগে?

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন:


আপনার মনে মায়া দয়া কম।

২| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।

১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো মহী ভাই।

৩| ১৮ ই মে, ২০২০ রাত ১১:৪৮

মেটালক্সাইড বলেছেন:
এড়িয়ে গেলাম না। ভাল লাগা ও প্রিয়তা দিলাম।
ক্ষুধার্ত করুণ মুখছবিগুলো যখন দেখি, অশ্রুবিহীন কান্না বেদনায় হৃদয় উতাল পাতাল হয়ে যায়।
বুকের ভেতর নিঃশব্দ ব্জ্র আস্ফালন গুমরে ঊঠে, ইচ্ছে হয় দায়ী কুলাঙ্গারগুলোর হৃদপিন্ড বের করে ফেলি জীবন্ত অবস্থায়।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

ইসিয়াক বলেছেন: মেটালক্সাইড আপনাকে আমার ব্লগে স্বাগতম।
#পৃথিবীতে এতো বৈষম্য দেখে আসলেই বুকের ভিতরটা কেঁদে ওঠে।
শুভকামনা জানবেন।

৪| ১৯ শে মে, ২০২০ সকাল ৭:৫০

জাফরুল মবীন বলেছেন: বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারি না।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪০

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন প্রিয় জাফরুল মবীন ভাইয়া,
বাচ্চারা তো নিষ্পাপ।ওরা এই পৃথিবীর জটিল হিসাব নিকাশ বোঝে না। তবে কেন ওদের প্রতি এতো বৈষম্য।
# বৈষম্য দুর হোক।ওদের জীবন নির্মল হাসি আনন্দে ভরে উঠুক এই কামনাই করি।
শুভ সন্ধ্যা

৫| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:৩৪

আল-ইকরাম বলেছেন: ভাল লিখেছেন। ০৮ লাইনের কবিতায় ছন্দও ভাল লেগেছে। অনেক মনোযোগ দিয়ে পড়েছি। অসঙ্গতি খোঁজার চেষ্টা করেছি। পাই নি। আসলে আমি তো তেমন উচঁ মানের কেউ না। সাধারণ পাঠ্ক। কবিতা বুঝার চেষ্টা করি, যাতে আমিও দু’লাইন লিখতে পারি। নিরাপদ থাকুন। প্রত্যাশা অগনিত।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪২

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনি আমার কবিতার খুব মনোযোগী পাঠক। ভুল থাকলে ধরিয়ে দেবেন। কোন সমস্যা নাই।
আসলে আমি এখন ও শিখছি।
শুভকামনা।

৬| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:৩৬

আল-ইকরাম বলেছেন: বিঃ দ্রঃ টীকা তে ঈদ বানান ভুল হয়েছে। সংশোধন করে নিলে সুখী হবো।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ইসিয়াক বলেছেন: Click This Link

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

ইসিয়াক বলেছেন:

৭| ১৯ শে মে, ২০২০ রাত ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: সমাজে এদের উপস্থিতি অস্বীকার করতে পারবোনা। কিন্তু ভীষণ অসহায় হয়ে পড়ি দৃশ্য গুলো দেখে।

২০ শে মে, ২০২০ ভোর ৫:৫৬

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা,
অতি ব্যস্ততায়ও আপনি আমার পোষ্ট পড়েন , মন্তব্য করেন লাইক দেন এতে আমি অনুপ্রাণিত হই।সত্যি বলছি।এক বিন্দুও মিথ্যে নয়।
মাঝে মাঝে ভাবি এই অদেখা মানুষগুলো সাথে হয়তো কোনদিন দেখা হবে না।তবুও এতো ভালোবাসা কিভাবে সম্ভব।
পৃথিবীটা আসলে রহস্যময়।
ভালো থাকুন দাদা।
নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.