নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কে তুমি ২

১৯ শে মে, ২০২০ ভোর ৬:২৪


রঙতুলিতে আঁকবো কিছু,
যেই ছোঁয়ালাম তুলি।

অমনি ক্যানভাস জুড়ে শুধু তোমারই প্রতিচ্ছবি।

কি করে, কবে কবে যে মনটা জয় করেছো!
আঁকি বুকির অবয়ব দেখে চমকে উঠি আমি?

কে তুমি?
কবে থেকে রেখেছি তোমায় মনের মাঝে?
বেসেছি ভালো কি নিজের অজান্তে?
বলোতো, কে তুমি?
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২০ দুপুর ২:০৯

নেওয়াজ আলি বলেছেন: Excellent

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ইসিয়াক বলেছেন: কেমন আছেন মহী ভাই?
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

২| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: চমতকার।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:২৪

আল-ইকরাম বলেছেন: বেশ। শুরুটা অনেক ভাল লেগেছে। তবে কবিতাটি অত্যাধিক ছোট । ভাই একটু বড় করে লিখলে তো আরও ভাল লাগে। আশাকরি ভবিষ্যতে বড় করে লিখবেন। শুভেচ্ছা ও প্রত্যাশা অগনিত।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

ইসিয়াক বলেছেন: কিছু কিছু লেখা খানিক লিখে আর কি লিখবো ভেবে পাই না।
মন বলে এ টুকুই থাক।
মনের ওপর তো জোর চলে না। কি বলেন ভাইয়া?
আপনি পাশে থাকেন বলে অনুপ্রাণিত হই। শুভকামনা।

৪| ১৯ শে মে, ২০২০ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: এ তুমি কেমন তুমি??
যে তুমি কে সহজে যায়না চেনা।

২০ শে মে, ২০২০ ভোর ৫:৫৮

ইসিয়াক বলেছেন: হা হা হা আমিও বুঝতে পারছি না প্রিয় দাদা?
পরী হয়তো! :P
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.