নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ আমি তোমায় ভুলতে চাই

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৯


তোমায় কি একটু ছুঁয়ে দেখতে পারি মধুরিমা?

হঠাৎ হাসি এলো,
জানি,
জানি সেতো সম্ভব নয়।

পাওয়া না পাওয়ার খেলাতে
সারাটা জীবন,
আমি বরাবরই না পাওয়ার দলে।
হেরো পার্টি আর কি।

আমার জীবনটাই একটা ধোকাবাজির সুদীর্ঘ উপন্যাস কিনা।

কতকাল হয়ে গেলো!
তোমায় ছুঁয়ে দেখা তো দুরের কথা,
চোখের দেখাও দেখতে পেলাম না।

আমাকে হয়তো ভুলে গিয়েছো!
অথবা জোর করে মন থেকে সরিয়ে রেখেছো।

এতো স্মৃতি, এতো গান ,এতো কথকতা।
কিভাবে সম্ভব ভুলে যাওয়া?

কি করে পারলে?
আমায় একটু শিখিয়ে দেবে?
বেঁচে যেতাম তাহলে এ জীবনের মতো।

আচ্ছা,
কিভাবে বুকের দহন ভুলে থাকতে হয়?
কি করে সবচেয়ে প্রিয় মানুষটির জন্য
স্মৃতি কাতর না হওয়া যায়।
কিভাবে সমস্ত অতীত এক নিমেষে
এক ক্লিকে ডিলিট করতে হয়?

ঠিক যেমন করে তুমি আমায় ভুলে গিয়েছো।
যেভাবে আমার স্মৃতি ছুড়ে ফেলেছো।
হ্যাঁ ছুড়ে ফেলেছো।

জানো না হয়তো,
কষ্টের রাতগুলো কতোটা বেদনায় ভরা।
সুতীব্র উল্লাস ধ্বনি সহ নিত্য কুরে কুরে খায়
আমার হৃদয় মন্দির।
নিয়মিত এখনো নিয়মিত।

আমি একটু শান্তি পেতে চাই।
আমি একটু ঘুম জড়ানো রাত পেতে চাই।
তুমি এমন কেন? কেন এমন?
কেন তুমি এলে এ জীবনে?
আবার চলে গেলেও হ্যালির ধুমকেতুর মতো।
কেন?

কোথায় হারালে ? কোথায়?
খুঁজে খুঁজে আমি হয়রাণ।

আমি আর খুঁজতে চাই না তোমায়।
আমি আর ছুঁতেও চাই না তোমায়।
আমি আর চোখের দেখা দেখতেও চাই না তোমায় ।

আমি তোমায় ভুলতে চাই,
ভুলতে চাই।
ভুলতে চাই।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯

ভুয়া মফিজ বলেছেন: কাহিনী কি? হঠাৎ চেইতা গেলেন?

কান পাতলে ভাঙ্গনের শব্দ শুনি! শেরভাই তো মিলাদ দিবো জানলে.... =p~ =p~

২০ শে মে, ২০২০ বিকাল ৪:১৩

ইসিয়াক বলেছেন: #কি মজা! কি মজা! ধোকা দিয়া বোকা বানাইছি :P
#শত্রুর মুখে ছাই B:-/
মধুরিমারে ডাইকা আনুম কইলাম। আনমু?
#শের ভাইরে কইয়া দিয়েন গাছে কাঁঠাল আর গোঁফে তেল। মনে মনে সন্দেশ খাওন লাগবো,বাস্তবে ঠনঠন :-B

২| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: মধুরিমাকে ভুলতে আমি সহযোগিতা করতে পারবো। সহযোগিতা প্রয়োজন হলে জানাবেন।

২০ শে মে, ২০২০ বিকাল ৪:১৬

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
#বোঝেনই তো মান অভিমান চললে কত কিছুই কইতে হয়।মধুরিমারে কেমনে ভুলি কন তো। তাইলে তো আমার কবিতারই বারোটা বাজে আরকি।
শুভকামনা।

৩| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: মধুরিমা কি আপনার প্রেরনা শক্তি?

২০ শে মে, ২০২০ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: এক সময় আপনার উৎসাহে কবিতা লিখতাম। গল্প লিখতে বললেন গল্প লিখলাম।
সামুর এবং সামুর ব্লগারবৃন্দের কাছে আমার যত কৃতজ্ঞতা । তাদের কাছে আমি প্রতিদিনই কিছু না কিছু শিখছি।
#সম্মানিত ব্লগারবৃন্দই আমার প্রেরনা শক্তি।আর অশেষ কৃতজ্ঞতা রইলো সামহোয়্যার ইন ব্লগের প্রতি।
সবার জন্য শুভকামনা।

৪| ১৯ শে মে, ২০২০ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ।

২০ শে মে, ২০২০ বিকাল ৪:২৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো মহী ভাই।
শুভকামনা।

৫| ১৯ শে মে, ২০২০ রাত ১০:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার সারাদিন কাটে শুধু মধুরিমা মধুরিমা মধুরিমা করে....হেহেহে

২০ শে মে, ২০২০ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন: মধুরিমার ভক্ত সকল দেহি ক্রমশ বাইড়া যাইতাছে B:-/

৬| ২০ শে মে, ২০২০ রাত ১২:৪৩

শের শায়রী বলেছেন: খুব ভালো লাগল কবি আপনি যে আপনি মধুরিমাকে ভুলতে চাচ্ছেন। দোয়া করি যেন তাড়াতাড়ি পথের কাটা দূর হয় :P কবিতা নিয়ে বলার কিছু নেই ভালো লাগা ছাড়া।

২০ শে মে, ২০২০ বিকাল ৫:২১

ইসিয়াক বলেছেন: শের ভাইজান মনে কিন্তুক দুঃখ পাইলাম। আমি কইলাম নিন্দুকের কথা বিশ্বাস করি নাই। কিন্তু এইডা আপনে কি কইলেই ।
মধুরিমা কিন্তু কষ্ট পাইছে :Pআপনেরে সে ভায়ের লাহান জানে আর আপনে...... |-)

৭| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯

আল-ইকরাম বলেছেন: ভাল। প্রেয়সীর জন্য আপনার অনূভুতি বেশ তীব্র। না হলে কি আর এরকম ভাবে লেখা যায়? কেননা লেখনী তো লেখকের হৃদয়ের অনুভূতি, ভাবাবেগেরই বহিঃপ্রকাশ। মোবারকবাদ অগনিত।

২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা।

৮| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




লকডাউনের পর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বোবার বিরিয়ানী রেষ্টুরেন্টে মধুরিমাকে দাওয়াত করে খাওয়ান। মান অভিমান আর থাকবে না। মধুরিমাকে বলবেন - ঠাকুরমাহমুদ ভাই বলেছেন বেশী মান অভিমান জীবনে শুধু সমস্যা ডেকে আনে সুখ না। তাই অতীত ভুলে বাস্তববাদী হতে বলেন।


#মধুরিমা, ইসিয়াক নরম মনের মানুষ তাকে ভাই কষ্ট কম দেন। তাছাড়া মধুরিমা্, আমি কিন্তু আপনার পক্ষে আছি।

২৪ শে মে, ২০২০ সকাল ৮:১১

ইসিয়াক বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.