নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমফান

২০ শে মে, ২০২০ বিকাল ৫:৫২


মেঘেরা ভেসে ভেসে
ডানা মেলে পাখা,
ছুটোছুটির ব্যস্ততা
দূরে একা একা।

দানবীয় শক্তিতে
সমুদ্র উত্তাল,
নাগরিক জীবনের
অবস্থা বেহাল।

পত্র পল্লব সব
মাথা দুলে দুলে,
অসহায় সমর্পণ
প্রকৃতির কোলে।

আকস্মিক জোয়ারে
ভাসে বাড়ি ঘর,
স্বাভাবিক জীবন কি
ফিরবে এরপর?

নীড় হারা পাখিদের
ছোটাছুটি ভয়ে,
কোথা যাবে এরপর
শেষ আশ্রয়ে?

মাঠের ফসল যত
নিমেষেই শেষ,
গৃহস্থের চোখে জল
দুঃখ অনিঃশেষ।

অসহায় প্রাণীকুল
ভয়ে কেঁপে সারা,
আশ্রয়ের খোঁজে
ক্ষিপ্ত দিশেহারা।

হুড়মুড় বৃষ্টির
মহাতান্ডবে,
সকলের সুখ সাধ
এবার ফুরাবে।

কোন কোন দূর্যোগ
কারো কারো তরে,
সৌভাগ্য বয়ে আনে
ধরনীর উপরে।

দশেরে দিয়ে লাথি
কেউ ধনী হয়,
নিঃস্ব আরও ক্রমশ
হয় অসহায়।

আমফান তুমি
ছাড়ো রুদ্র মুর্তি,
অসহায়ের পক্ষ হতে
রইলো এ আর্তি।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: আমফান কবে হবে? মঙ্গলবার?

২১ শে মে, ২০২০ বিকাল ৪:১২

ইসিয়াক বলেছেন: কোন খোঁজ রাখেন না দেখি! B:-/
ভালোথাকুন

২| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কাব্য। তবে দানবীয় আম্ফানের আস্ফালনে আমরা ভয়ে জড়সড় হয়ে আছি।
দুটা বানান একটু চেক করে নিন -আকস্মিক ও প্রাণীকুল।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা,
কবিতাটি মোবাইরে লিখছিলাম। রিডমিক কীবোর্ডে বানান এরকম দেখাচ্ছিলো্ যাহোক ভুল ভুলই ।কোন অযুহাত নয়। ঠিক করে দিয়েছি। আপনাদের বারাসাতের খবর কি? জানাবেন কিন্তু।
শুভকামনা রইলো।

৩| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।

৪| ২০ শে মে, ২০২০ রাত ৮:০৪

রাকিব আর পি এম সি বলেছেন: ভাল লেগেছে কবিতাটি। +++

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা।

৫| ২০ শে মে, ২০২০ রাত ৮:১২

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত প্রকাশ।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন সবসময়।

৬| ২০ শে মে, ২০২০ রাত ১০:৫৪

আল-ইকরাম বলেছেন: পড়লাম। এবার বড় করে লিখেছেন। ভাল লাগলো। কিন্তু বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ হয় নি। যেমনঃ ’কোন কোন দূর্যোগ কারো কারো তরে, সৌভাগ্য বয়ে আনে ধরনীর উপরে’। মোট কথা প্রতি প্যারার শেষে দাঁড়ি হবে। মাঝে দাঁড়ি দিলে প্রথম দু’লাইনের সাথে পরের দু’লাইনের কোনো যোগ থাকে না। আপনি প্রতি চার লাইনের একটি ছন্দের সৃষ্টি করেছেন। তাই প্রতি চার লাইনের পরেই দাঁড়ি হবে। আমার কাছে এরকমটাই মনে হয়। বিবেচনা আপনার। শুভেচ্ছা অগনিত।

২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন: চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য এক রাশ মুগ্ধতা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.