নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তুই

২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৩৪


তুই আমার কবিতা হবি
স্বপ্ন দেখার মতো?
ইচ্ছে মতো সাজিয়ে নেবো
যত খুশি তত।

মাঝে মাঝে পড়বো তোকে
পাতা খুলে খুলে।
নানা স্মৃতি নানা কথায়
হৃদয় উঠবে দুলে।

হবি কি তুই বাঁশের বাঁশি
বুকের টানা দম?
তোকে আমি সুরে সাজাবো
নানান রকম।

হবি নাকি গল্প কোন
ভীষণ রকম প্রেমে ।
আলতো ছোঁয়ায় গাঁথবো
চমৎকার ফ্রেমে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৪৭

ফাহমিদা বারী বলেছেন: বাহ্‌! বেশ রোমান্টিক কবিতা! মেয়েটাও দেখতে বেশ!

২৪ শে মে, ২০২০ সকাল ৭:১৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা আপু।
নিরন্তর শুভকামনা।

২| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:২৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা । করোনা কালে পড়ে কাটে

২৪ শে মে, ২০২০ সকাল ৭:১৯

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো মহী ভাই।
ইদ মোবারক

৩| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৬

ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: বাহ্‌! বেশ চমৎকার লেখা।

২৪ শে মে, ২০২০ সকাল ৭:২০

ইসিয়াক বলেছেন: ডাকঘর সাহিত্য পত্রিকা আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৪| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:০৯

আল-ইকরাম বলেছেন: ভাল লিখেছেন। আজকাল দেখছি ছন্দ ছাড়া লিখছেনই না। বেশ। শুভ কামনা রইল।

২৪ শে মে, ২০২০ সকাল ৭:২৩

ইসিয়াক বলেছেন: প্রতি নিয়ত পাশে থাকার জন্য রইলো একরাশ শুভেচ্ছা।
ইদ মোবারক

৫| ২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আমি কখনও কাউকে তুই করে বলতে পারি না।

২৪ শে মে, ২০২০ সকাল ৭:২৩

ইসিয়াক বলেছেন: কি পারেন বলেন তো? B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.