নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

রম্য কবিতাঃ হাঙ্গামা

২৪ শে মে, ২০২০ ভোর ৫:২৮


কত রাত জেগে জেগে
লিখেছিনু পদ্য
বউ বলে কিযে করো
এতো সব গদ্য।

আমি বলি, বুঝবে না
অর্বাচীন মূর্খ।
শুধু শুধু এই রাতে
করো কেন তর্ক।

বুঝবোনা বলো কেন
জানি না করো কি?
ফেসবুকে রাতদিন
মেয়েদের দেখা দেখি।

শুনে আমি বলবো কি?
হই বাকরুদ্ধ।
চুপচাপ শুয়ে পড়ি
এড়াতে যুদ্ধ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ ভোর ৫:৩৪

নেওয়াজ আলি বলেছেন: অনন্য

২৪ শে মে, ২০২০ ভোর ৫:৪৪

ইসিয়াক বলেছেন: শুভ সকাল মহী ভাই।

২| ২৪ শে মে, ২০২০ সকাল ১১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: এ যুদ্ধ সব বাসাতেই চলে, বউয়ের যন্ত্রনায় লেখালেখিই ছেড়ে দিয়েছি, লিখতে বসলেই মনে করে মেয়েদের সাথে চ্যাটিং করছি। বউয়েরা বড্ড সন্দেহ প্রবন হয়।

২৫ শে মে, ২০২০ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: হা হা হা ..কি হবে আর দুঃখের কথা কয়ে। যাক ঈদ মোবারক ভাইয়া।
নিরন্তর শুভকামনা।

৩| ২৪ শে মে, ২০২০ দুপুর ২:০৯

রোকসানা লেইস বলেছেন: রম্য এবং পদ্য ভালো হয়েছে।

কিন্তু চারপাশে দেখি শুধু
বৌয়ের সাথে কেনো যুদ্ধ

২৫ শে মে, ২০২০ বিকাল ৪:২৪

ইসিয়াক বলেছেন: রোকসানা লেইস আপু আপনাকে আমার ব্লগে স্বাগতম।
#যুদ্ধ নয় আপু এই একটু খুনসুটি করা আর কি।
ঈদ মোবারক আপু
নিরন্তর শুভকামনা।

৪| ২৪ শে মে, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: মজা মজা।

২৫ শে মে, ২০২০ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন: গজা খাবেন?

৫| ২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২৩

আল-ইকরাম বলেছেন: অদম্য প্রাণ শক্তি রয়েছে আপনার লেখনীতে। খুব ভাল। প্রত্যাশা আরও বেশী। এগিয়ে যান এই কামনা অবিরত।

২৫ শে মে, ২০২০ রাত ৯:০৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.