নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বেলা শেষে চাঁদ দেখে ,
আলো ঝরে প্রতি মুখে।
খোকা হাসে খুকি হাসে,
চমকিত উল্লাসে।
বাজি ফোটে কাছে দুরে
আনন্দ ঘুরে ফিরে।
অকারণ কথকতা
চলে প্রীতি বারতা।
জনে জনে বলে সবে,
কাল ঈদ ,ঈদ হবে।
ঘরে ঘরে লাগে দোল,
প্রকাশিত কল্লোল।
সালামের সালামি,
যার নাম প্রনামি।
আদায়ে পেরেশান,
নয় তবু হয়রান।
এলো স্বর্গীয় সুখ
পলকে হারায় দুখ।
আসমানি খুশি যেন,
চারিপাশ বিছানো?
এসো ভাই বুকে এসো
বিষাদ ভুলে শুধু হাসো।
কেন থাকো দুরে সরে
ঠাই নাও অন্তরে।
ঈদ মানে খুশি খুশি,
আর নয় রেশারেশি।
এসো করি কোলাকুলি
মত বিভেদ ভুলি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ শে মে, ২০২০ রাত ৮:২৩
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: ঈদ মানে খুশি। আমি তো খুশির কিছু দেখছি না।
কেন?
আপনি নামাজ পড়েন নি? আমি বাসায় নামাজ পড়েছি।
আমি বাসার ছাদে ঘুরে বেড়িয়েছি, গল্প করেছি। গান গেয়েছি,ঘুড়ি উড়িয়েছি।আরো কত কি করেছি। জীবনতো অল্প কদিনের ,কেন বিষাদ গ্রস্থ হয়ে থাকবো?
#শুনুন জনাব করোনাকে নিয়েই থাকতে হবে।অতসব নো টেনশন। কাল দুঃখের কবিতা দিয়েছি আজ খুশির
২| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
রেজাউল করিম সাগর বলেছেন: কতকথা বাননটা ঠিক আছে তো?
বানানের দিকটা আরেকটু নজর দিন । চেষ্টাটা ভালো লেগেছে।
২৫ শে মে, ২০২০ রাত ৮:১৯
ইসিয়াক বলেছেন:
রেজাউল করিম সাগর আপনাকে আমার ব্লগে স্বাগতম।
#কথকতা = বিশেষ্য পদ/ কথকবৃত্তি; জনসমক্ষে পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা।
ধন্যবাদ
৩| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
রাকু হাসান বলেছেন:
সহজ সুন্দর এবং সুখপাঠ্য। যখন মনে হয় উপকূলীয় মানুষ না খেয়ে ঈদ করছে ,তখন আনন্দটা ম্লান হয়ে যায় ভাল থাকুক সবাই। ভাল কাটুক সময় ।
২৫ শে মে, ২০২০ রাত ৮:৩০
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক রাকু হাসান ভাইয়া,
আমাদের এলাকায় আম্ফানে অনেক ক্ষতি হয়েছে ভাইয়া।আমাদের এলাকার মাঠের সবজি আর গ্রামের বাড়ীর গাছপালা অধিকাংশ শেষ।অনেক ঘরবাড়ি বিশেষ করে টিন শেডগুলো উড়ে গেছে। এ’কদিন যোগাযোগ করতে পারছিলাম না আজ পারলাম। জীবনে দুঃখ কষ্ট থাকবেই। কি আর করা জীবনকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে।
শুভকামনা।
৪| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০
আল-ইকরাম বলেছেন: ভাল, সুন্দর লিখে করছেন যে মন জয়। প্রার্থনা স্রষ্টার কাছে আপনার লেখনী হোক অকুতোভয়। অনেক বলেছি আজ আর নয়।
২৫ শে মে, ২০২০ রাত ৮:৪৪
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।
৫| ২৫ শে মে, ২০২০ রাত ৮:১৯
মীর আবুল আল হাসিব বলেছেন:
আল-ইকরাম বলেছেন: ভাল, সুন্দর লিখে করছেন যে মন জয়। প্রার্থনা স্রষ্টার কাছে আপনার লেখনী হোক অকুতোভয়। অনেক বলেছি আজ আর নয়।
মুই কিছু কমু না!!!
২৫ শে মে, ২০২০ রাত ৮:৪৪
ইসিয়াক বলেছেন:
ঈদ মোবারক ভাইয়া।
৬| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: ঈদ মোবারক!
২৫ শে মে, ২০২০ রাত ৯:০৬
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক
নিরন্তর শুভকামনা।
৭| ২৫ শে মে, ২০২০ রাত ৯:০৫
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ,বেশ । ভালো থাকুন।
২৫ শে মে, ২০২০ রাত ৯:০৬
ইসিয়াক বলেছেন: শুকরিয়া মহী ভাই।
৮| ২৫ শে মে, ২০২০ রাত ১০:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
৯| ২৫ শে মে, ২০২০ রাত ১০:২৮
শের শায়রী বলেছেন: ঈদ মোবারক প্রিয় কবি
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক প্রিয় ভাইজান/প্রিয় ব্লগার
১০| ২৬ শে মে, ২০২০ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: যাক আপনার দিনটী বেশ ভালোই কেটেছে।
ভালো থাকুন।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৬
ইসিয়াক বলেছেন: হুম
১১| ২৬ শে মে, ২০২০ রাত ২:১৮
ওমেরা বলেছেন: হাসি - খুশী ঈদের কবিতা সুন্দর হয়েছে।
ঈদ মোবারক।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৭
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক আপু।
১২| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এবারের ঈদ দূরে থেকে।
সুন্দর।+
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭
ইসিয়াক বলেছেন:
বাসায় নামাজ পড়েছি। বাসার ছাদে ঘুরে বেড়িয়ছি। গান গেয়েছি। আড্ডা দিয়েছি।
অন্য রকম ঈদ ।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: ঈদ মানে খুশি। আমি তো খুশির কিছু দেখছি না।