![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সিঁদুর রঙা শাড়ী পরেছে
আমার আলতাবানু।
ও আলতা তুমি রাধা হবে?
আমি তোমার কানু।
বাঁশের বাঁশি বাজাতে পারিনা,
তাতে কি আসে যায়?
চিরকালই তুমি রবে হৃদয়ে,
তুৃমিই আমার রাই।
ব্রজধামে হাসবো খেলবো
দুলবো কদমের ডালে।
যা হবে তা দেখা যাবে,
যা থাকে কপালে।
প্রেম কলঙ্ক ভয় করিনা,
ভয় করিনা দুনিয়াকে।
তুমি আমার প্রিয়তমা,
এসোগো এই বুকে।
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন: মাকার মাহিত আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
২| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:৩৯
আমি সাজিদ বলেছেন: ইসিয়াক ভাই ছবিটা কি সাউথ ইন্ডিয়ান কোন নায়িকার?
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:১৭
ইসিয়াক বলেছেন: হ্যাঁ ভাইয়া ,বদলে দিয়েছি।
অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।শুভকামনা রইলো।
৩| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু সাধু সাধু।
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
৪| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৯
আল-ইকরাম বলেছেন: অনেক দরদ দিয়ে লেখা একটি রচনা। বেশ।
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:২২
ইসিয়াক বলেছেন: গতকাল রাত এগারোটার দিকে ঘুমাতে যাওয়ার আগে মনে হলো, তাইতো আজ কোন কবিতাই লিখিনি নানা ব্যস্ততায়।
পরপর চারটা কবিতা লিখলাম। এই কবিতাটি সবার শেষে লিখেছিলাম, বেশ খানিকটা ঘুম ঘুম চোখে।চোখ মুছে দেখি রাত বারোটা বেজে পাঁচ।সকালে ফেসবুকে দেখি এই কবিতাটিই সবাই বেশ পছন্দ করেছে তাই ব্লগে শেয়ার করলাম।
নিরন্তর শুভকামনা।
৫| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: মধুরিমার কি হবে? নাকি আলতাবানুই মধুরিমা?
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:২২
ইসিয়াক বলেছেন: আমার হিমিকে চাই
৬| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:৫৩
মীর আবুল আল হাসিব বলেছেন: ক্যারেকটার এর নামগুলো দারুন। কবিতা আরও দারুন।
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ইদ মোবারক।
৭| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:৩২
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ভাবনা
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা মহী ভাই।
৮| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:১০
কল্পদ্রুম বলেছেন: চমৎকার লিখেছেন।
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:২৫
ইসিয়াক বলেছেন: কল্পদ্রুম আপনাকে আমার ব্লগে স্বাগতম।
অশেষ কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা রইলো।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৩৯
মাকার মাহিতা বলেছেন: দারুন!