নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আবার যেতে চাই স্কুলে, আবার ফিরতে চাই মাঠে।
আবার করতে চাই দুষ্টুমি, মন দিতে চাই পাঠে।
আবার আমি ফের চাই হাবলুকে মারতে একটা ল্যাং।
ও আমায় গালি দিয়েছিল, ভাঙতে চেয়েছিল আমার ঠ্যাং।
ঝগড়া শেষে হাবলুর সাথে মিটিয়ে নিতে চাই ঝামেলা।
গলা জড়িয়ে ধরে বলতে চাই, চল ঘুরে আসি এবেলা ।
যখন নিয়মিত স্কুল ছিলো মনটা ছিলো অন্য খানে।
আমি সত্যিই পড়তে চাই কেউ না জানলেও মন জানে।
ধরতে চাই আবার গঙ্গাফড়িং দেখতে চাই বুনোলতাগুলো।
ফুটেছে কি পথের ধারে সাদা সাদা কাশ ফুলগুলো?
কোয়ারেন্টাইন শেষে কবে মেলবো আবার এই দুটি হাত?
কবে হবে বন্ধুদের সাথে হৃদ্যতা পূর্ণ মোলাকাত?
স্কুল তোমায় বড় মনে পড়ে মন চাইছে কেবলি দেখতে।
তোমার বেঞ্চে বসে,ঘাম ঝরানো, ঠিক দুপুরে লিখতে।
সত্যি বলছি আর কোনদিন তোমায় ছেড়ে পালাবোনা।
ইচ্ছে করে তোমায় আমি আর কোনদিন জ্বালাবো না।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩০
ইসিয়াক বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো প্রিয় দাদা। আমাদের স্কুল জুনের এক তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু।এরপরে স্বাভাবিক সময়েও অনলাইনভিত্তিক ক্লাসই বেশি নিতে হবে বলে জানানো হয়েছে,কারণ সবকিছু সামাজিক দূরত্ব বজায় রেখেই করতে হবে।
শুভকামনা।
২| ২৮ শে মে, ২০২০ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: বাহ!!
খুব সুন্দর।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো মিয়াভাই ।
৩| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা ।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো মহী ভাই।
৪| ২৮ শে মে, ২০২০ বিকাল ৫:১৭
গুরুভাঈ বলেছেন: জুনের শেষে খুলবে স্কুল, যদি সংক্রমণ না বাড়ে
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
ইসিয়াক বলেছেন:
গুরুভাঈ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
আমাদের স্কুল জুনের এক তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু।দেখা যাক কি হয়। আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৫| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
গুরুভাঈ বলেছেন: অন্য অনেক স্কুল আগে হতেই অনলাইন পাঠদান শুরু করেছে, অবাক হলাম পিছিয়ে পড়া জেলা শহরের স্কুলও নাকি অনলাইনে পাঠদান করছে।
২৯ শে মে, ২০২০ সকাল ৭:৩৯
ইসিয়াক বলেছেন:
প্রথম কয়েকদিন ফেসবুকের মাধ্যমে পাঠদান শুরু হবে তারপর আস্তে আস্তে এই ব্যবস্থা আরো উন্নত প্রযুক্তির সাথে এ্যড করা হবে।সবকিছু হবে সিলেবাস অনুযায়ী। যেহেতু বেশ দেরি হয়ে গেছে সেজন্য আর বসে থাকার সুযোগ নেই। তবে সব বাচ্চা এই সুবিধার আওতায় আনা যাবে না সঙ্গত কারণে। দেখা যাক কি হয়।
৬| ২৯ শে মে, ২০২০ সকাল ৭:৫৯
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। বেশ লিখেছেন। চতুর্থ প্যারায় ‘আমি’ এর স্থলে ‘আজ’ লিখলে মনে হয় লেখাটি আরও উন্নত হতো। বিবেচনা আপনার। শুভেচ্ছা অগনিত।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২০ সকাল ৮:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই এমন মিষ্টি মিষ্টি দুষ্টুমি আবার কবে যে দেখতে পাবো ভীষণ অস্থির হয়ে পড়েছি।
বিষণ্ন অনুভূতিতে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।