নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গীতি কবিতা- ৫

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৫


হারিনি আমি তো হারিনি
তুমি ভুলে গেলেও আমি ভুলিনি।
পারিনি আমিতো পারিনি
তুমি ছেড়ে গেলেও আমি তো ছাড়িনি।

মেঘলা দিনে ফুল হয়ে ফুটে ছিলাম যেই।
পথের মাঝে সহসাই পেলাম তোমাকেই।
দিয়েছি যখন এই মন তুমিই আদি অন্ত।
তুমি আমার মনের আকাশের মায়াবী দিগন্ত।

কেন দলে চলে গেলে স্মৃতি টুকু ফেলে।
দিন যায় কথা থাকে সময়ই দেবে বলে।
হারিনি আমিতো হারিনি
তুমি ভুলে গেলেও আমি ভুলিনি।

ভরসা যখন প্রতি নিয়ত তুমি আর তোমাতেই।
অন্য কোন হাতছানিতে আমার লোভ নেই।
তুমি আমার প্রথম চাওয়া তুমি আমার শেষ।
তোমাতে স্বপ্ন সুখের, দুঃখ অনিঃশেষ।
হারিনি আমি তো হারিনি
তুমি ভুলে গেলেও আমি তো ভুলিনি।
পারিনি আমিতো পারিনি
তুমি ছেড়ে গেলেও আমি তো ছাড়িনি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই সাহেব।

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৫

ইসিয়াক বলেছেন:



ভালো হবে না কিন্তু :-/

২| ২৮ শে মে, ২০২০ রাত ৮:০১

গুরুভাঈ বলেছেন: গান মনে হলো? সুর কেমন?

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০০

ইসিয়াক বলেছেন: গান তো লিখে রাখলাম। সুর করার দায়িত্ব আপনাদের দিলাম ভাইয়া :P

৩| ২৮ শে মে, ২০২০ রাত ৮:০৪

সাইন বোর্ড বলেছেন: ক্লাসিকাল একটি আধুনিক গানে সাধারনত স্থায়ীর পর দুটি অন্তরা থাকে, আপনার গানেও সেটা ঠিক আছে, তবে প্রথম অন্তরা ছয় লাইন হলেও দ্বিতীয় অন্তরাতে চার লাইন হয়েছে । অবশ্য এটাও কোন সমস্যা না, সরকার যদি সুরের সমন্বয় রেখে চালিয়ে নিতে পারেন । গানের কথা ভাল লেগেছে ।

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৯

ইসিয়াক বলেছেন:




সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আমার বেখেয়ালে মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা কবি।

৪| ২৮ শে মে, ২০২০ রাত ৮:০৬

সাইন বোর্ড বলেছেন: সরি, সরকারের জায়গায় সুরকার হবে ।

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৯

ইসিয়াক বলেছেন:






আমি বুঝতে পেরেছি।
ধন্যবাদ

৫| ২৮ শে মে, ২০২০ রাত ১০:১৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ,খুবই ভালো লেগেছে

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন:







ভালো লেগেছে জেনে ভালো লাগলো মহী ভাই।

৬| ২৯ শে মে, ২০২০ সকাল ৭:৫২

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। আপনার এই লেখার ধাঁচটা একটু ভিন্ন বলেই মনে হচ্ছে। বেশ। শুভেচ্ছা অগনিত।

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন:






আপনার জন্য ও রইলো অফুরন্ত শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.