নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
হাত ধরো ইরাবতী,
আমার কেন জানি মনে হচ্ছে
আমি তলিয়ে যাচ্ছি অতলে।
তুমি দয়া করে হাতটা ধরো দয়াময়ী।
ভালোবাসতে বলিনি আমি।
বিপদের দিনে ডাকছি।
এসো বাড়িয়ে দাও হাত।
ফিরে দেখ একটু তুমি।
চোখে চোখ রাখতে হবে না।
ঘৃণা আর অবহেলায় না হয় হাতটা ধরো।
তবু ধরো।
ধরবে নাতো?
ঠিক আছে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি।
তুমি যেন ভালোবাসাহীন থাকো।
সারাটা জীবন।
আর গুমরে কেঁদে মরো।
সময় গেলে আমিও দেখবো
তুমি নিজেকে কতটুকু সুখী করেছো?
সর্বদা নিজের কথা চিন্তা যে করে
সে হয়তো প্রাণি,
কিন্তু মানুষ নয়।
তুমি মানুষ নও ইরাবতী,তুমি প্রাণি,
মানুষ হলে মানবিক হতে।
হতে দয়াময়ী, হতে প্রেমিকা।
তুমি কিচ্ছু হতে পারনি।
তুমি মানুষ হতে পারনি।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩২
ইসিয়াক বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু্। আপনার কবিতাটি পড়ে মন্তব্য রেখে এলাম।
পাঠে মন্তব্য ও লাইকে অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা।
২| ৩০ শে মে, ২০২০ সকাল ১০:১১
আমি সাজিদ বলেছেন: ইরাবতী নামটা সুন্দর। একটা নদীর নাম।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৩
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
৩| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: কবিরাই যুগে যুগে নারীদের মহৎ বানিয়ে তোলে।
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৬
ইসিয়াক বলেছেন:
এ্যইডা কি কইলেন ম্যঁ ভাই! বুকে আইসা বিধলো।
৪| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:৪২
নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত মুগ্ধ হলাম
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৩৬
ইসিয়াক বলেছেন:
আপনার মুগ্ধতা আমার জন্য প্রেরণা প্রিয় মহী ভাই।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২০ সকাল ৮:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: কবিতায় ভাল লাগা ।
আপনার কবিতা পড়ে নিজের লেখা একটা কবিতা মনে পড়ল।