নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবি

৩০ শে মে, ২০২০ বিকাল ৪:১৭



কবিতাঃ কবি
© রফিকুল ইসলাম ইসিয়াক
--------------------------------

চঞ্চলা মেয়েটির নাম ছিলো ছবি।
যাকে দেখে আমি হয়েছিলাম কবি।
ছবি শুধু ছবি নয় যেন কথা কয়।
চোখে লাগে মনে থাকে জীবন্ত বিষ্ময়।

একদিন এলো চুলে জানালায় এলো।
দেখে তারে এই বুকে ঝড় উঠলো।
কপোলে লাল টিপ ছিলো কানে দুল,
দুর হতে দেখে তারে আমি যে ব্যকুল।

এরপর হঠাৎ যখন সে সামনে এলো,
তাকে নিয়ে হাজার কথা মনে জাগলো।
জানতে চাইলে নাম তার বললো,ছবি।
আমিও জানালাম, আমি এক কবি।

পাত্তা না দিয়ে বলল সে ,ও তাই নাকি?
কি কবিতা লেখা হয় দেখাও দেখি?
খাতাখানি মেলে দিতে পড়লো কিছু।
বললো, এসব লিখে হবে কি কিছু?

তার চেয়ে এসো করি দুজন মিলে ভাব,
এ পৃথিবীতে বড় বেশি সুখের অভাব।
আমিও হাতখানি দিলাম বাড়িয়ে,
অজানা আহ্বানে গেলাম হারিয়ে।

তারপরে হঠাৎ কে যেন ঝাঁকি দেয়,
চোখ মেলে চেয়ে দেখি অবাক বিষ্ময়।
মা বলে ,বেলা হলো কত আর ঘুমাবি?
বাস্তবতার ভীড়ে তখন হারালো ছবি

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২০ বিকাল ৪:২৭

মীর আবুল আল হাসিব বলেছেন:
অসাধারন কবিতা ভাইয়া।
ভালোই তো চলছিল। শেষ চার লাইন না লিখলে কি এমন ক্ষতি হতো??? :(( :(( :(( :((

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২০

ইসিয়াক বলেছেন:





পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো মীর আবুল আল হাসিব ভাই।
শুভসন্ধ্যা

২| ৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৪১

গুরুভাঈ বলেছেন: কবিতার চাইতে ছবিতা সুন্দর হইছে বেশি

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১

ইসিয়াক বলেছেন:





যাক একটা কিছু তো সুন্দর হয়েছে।তাতেই খুশি।
শুভকামনা।

৩| ৩০ শে মে, ২০২০ বিকাল ৪:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এমন চমৎকার স্বপ্ন দেখলে আমি আবার ঘুমানোর চেষ্টা করি স্বপ্নের বাকী অংশটুকু শেষ করার জন্য।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২

ইসিয়াক বলেছেন:






ঘুমিয়ে ঘুমিয়ে পিঠ ব্যথা হয়ে গেলো কামাল ভাই।

৪| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: হাহাহাহা হাসতে হাসতে মরলাম ভাইয়া! :P

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩

ইসিয়াক বলেছেন:






করোনা কালে একটু হাসি মন্দ নয়। শুভকামনা রইলো আপু।

৫| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একদিন এলো চুলে জানালায় এলো।
দেখে তারে এই বুকে ঝড় উঠলো।
কপোলে লাল টিপ ছিলো কানে দুল,
দুর হতে দেখে তারে আমি যে ব্যকুল।

..........................................................................
আরে ভাই এটাতো পুরুষ বধের উপখ্যান, নারীর মন
কিভাবে জয় করা যায় তাই বলুন ।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ইসিয়াক বলেছেন:





সেতো দেবতারাও জানেন না কি করে নারীর মন জয় করা যায় । সেখানে আমি তো অতি সাধারণ একজন।

৬| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:৪৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন কবিতা ।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

ইসিয়াক বলেছেন:






বুরহানউদ্দীন শামস ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৭| ৩০ শে মে, ২০২০ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: ওকে।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ইসিয়াক বলেছেন:






আমার স্বপ্নের নায়িকা।

৮| ৩০ শে মে, ২০২০ রাত ৯:২৪

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭

ইসিয়াক বলেছেন:




ধন্যবাদ।
শুভসন্ধ্যা।

৯| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৩০

শের শায়রী বলেছেন: কবি ভালো লাগা জানিয়ে গেলাম। ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন আর কত :)

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

ইসিয়াক বলেছেন:






কাজ নাই তো খই ভাজ :P কি আর করা।

১০| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩০

ইসিয়াক বলেছেন:






কৃতজ্ঞতা রইলো সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.