নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শুভ কামনা

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৯


যে মনে এতোকাল জ্বলছে আগুন, সেই মনে ছিলি তুই।
তোর দেয়া যত ব্যথা নিয়ে বাসর প্রতিনিয়তই।

ভালো থাকছিস ,ভালো রাখিসনি. কেন আমায় বল ?
তোর ভাবনায় আর তো ফেলবোনা চোখের অশ্রু জল।

মনপাখি তুই সুখে আছিস নিজের মতো করে।
কষ্ট দিলেও দোয়া করি তোকে, হৃদয় উজাড় করে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর তো ।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ইসিয়াক বলেছেন:






ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
কবিতা পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভসন্ধ্যা।

২| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার জন্য শুভ কামনা রইলো। করোনার এই মহাদুর্দিনে ভালো থাকুন সপরিবারে।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

ইসিয়াক বলেছেন:




মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাইয়া আপনিও ভালো থাকুন সপরিবারে, আপনার জন্যও রইলো শুভকামনা।
শুভসন্ধ্যা।

৩| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: 6 লাইনে কোন কবিতা আগুন হতে পারে না। আর হলেও বড়জোর ধূপের আগুন হতে পারে। কবিতায় অতৃপ্ত ভালোলাগা।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

ইসিয়াক বলেছেন:


যা বলার ছয় লাইনে বলে দিয়েছি। বেশি বললে ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে।ফিরে আসুক প্রিয়তমা সেই আকাঙ্খায় শুভকামনা। B:-/
শুভসন্ধ্যা।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

ইসিয়াক বলেছেন:





ভেবেছিলাম কবিতা আর লিখবো না।ব্লগে আর আসবো না। কিন্তু ব্লগ আমায় যে কি যাদু করেছে বুঝতে পারছিনা। বারবার ঘুরে আসি। চারদিকে অবস্থা বেশ খারাপ। অনেক চাপে আছি। কি করে কি হবে বুঝতে পারছিনা। যাহোক শুভকামনা প্রিয় দাদা।

৪| ০২ রা জুন, ২০২০ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: মোটামো্টি। আরো ভালো হতে পারতো।

৫| ০২ রা জুন, ২০২০ রাত ৯:০০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.